৩৭, ৩৬ , ৩৫ বিসিএসে আসা সুশাসন ও নৈতিকতা বিষয়ে আসা সব গুলো প্রশ্ন একসাথে
দেওয়া হল । একবার হলেও দেখে রাখুন , বলা তো যায় না , কমন পড়তেও পারে।
,
৩৭তম বিসিএস প্রিলি
.
১। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি ?
= নৈতিকতা
২। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি ?
= সত্য ও ন্যায়
৩। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় ?
= সংবাদমাধ্যম
৪। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয় ?
= সৃজনশীলতা
৫। ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
=৯টি
৬। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয় ?
=সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
৭। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কী ?
= নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
৮। নৈতিক শক্তির প্রধান উপাদান কী ?
=সততা ও নিষ্ঠা
৯। ‘’সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সঙ্গে শাসিত জনগণের , শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায় ’’ উক্তিটি কার ?
= ম্যাককরনি
১০ । জনগণ, রাষ্ট্র , প্রশাসনের সাথে ঘনিষ্ট প্রত্যয় হলো
= সুশাসন
============
৩৬তম বিসিএস প্রিলি
===============
১। নৈতিকভাবে বলা হয় মানবজীবনের
= নৈতিক আদর্শ
২। Power: A New Social Analysis গ্রন্থটি কার লেখা ?
= বার্ট্রান্ড রাসেল
৩। সুবর্ণ মধ্যক হলো
=দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
৪। নৈতিক আচরণ বিধি বলতে বোঝায় –
-১. মৌলিকে মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
২. বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণ বিধি
৩. দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিতকরণে প্রণীত নৈতিক নিয়ম , মানদণ্ড বা আচরণবিধি
তিনটিই সঠিক
৫। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে
= স্বাধীনতার মূল্যবোধকে
৬। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে
= সামাজিক অবক্ষয় রোধ করা
৭। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে
=আস্থার সম্পর্ক গড়ে তোলে
৮। সুশাসনের পূর্ব শর্ত
= অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
৯ । একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো
=জনকল্যাণ
১০। সুশাসনের পথে অন্তরায়
=স্বজনপ্রীতি
============
৩৫তম বিসিএস প্রিলি
==========
১। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী ?
= সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
২। মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় ?
=ঐচ্ছিক ক্রিয়া
৩। মূল্যবোধ কী ?
= মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
৪। সামাজিকে মূল্যবোধের ভিত্তি কী ?
= আইনের শাসন , সাম্য , নৈতিকতা
৫। সুশাসনের পূর্বশর্ত
= মত প্রকাশের স্বাধীনতা
৬। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে ?
= সুশাসনের অর্থনৈতিক দিক
৭। ‘’আইনের চোখে সব নাগরিক সমান। ‘’- বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে ?
= ২৭।
৮। ‘সুশাসন ‘ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে ?
= বিশ্বব্যাংক
৯। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায় ?
=সুশাসনের
১০ । Johannesburh Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয় ?
=টেকসই উন্নয়ন