প্রশ্নঃ নিচের কোন দেশটি জাতিসংঘ গঠনে প্রস্তাব’কারী দেশগুলোর একটি ??
ক)জার্মানী
খ)চীন
গ)জাপান
ঘ)ইতালি
.
➫#উত্তরঃ খ)চীন
___জাতিসংঘ প্রস্তাবকারী দেশগুলো টেকনিকে মনে রাখুনঃ
◣#মনেরাখুনঃ
(জাতিসংঘ প্রস্তাব দিলো, সোচীন বৃটেনের হয়ে যুক্তরাষ্ট্রের সাথে খেলবে)
.
#ব্যাখ্যাঃ
#সো→সোভিয়েত ইউনিয়ন।
#চীন→চীন
#বৃটেনের→বৃটেন
#যুক্তরাষ্ট্রের→যুক্তরাষ্ট্র
█#প্রশ্নঃস্বাধীন দেশ হয়েও নিচের কোন দেশটি জাতীসংঘের সদস্য নয়??
.
ক)ফিলিপাইন
খ)তাইওয়ান
গ)পূর্বতিমূর
ঘ)জিম্বাবুয়ে
.
#উত্তরঃতাইওয়ান
█স্বাধীন দেশ হয়েও জাতিসংঘের সদস্য নয় যে দেশগুলোঃ
.
#মনেরাখুনঃ
(জাতিসংঘের সদস্য নয় তাই, স্বাধীন দেশ হয়েও কসোভো থেকে ফিলিস্থিন যেতে ভ্যাট লাগে।)
.
#ব্যাখ্যাঃ
#তাই→তাইওয়ান
#কসোভো
#ফিলিস্থিন
#ভ্যাট→ভ্যাটিকান