প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর : পর্ব__০১

০১) বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারী হয় কত সালে?
__১৯৭৪ সালে।”
০২) বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?
__১ জানু,১৯৯২ সালে।
০৩)কানাডা”কোন শিল্পের জন্য বিখ্যাত?
__কাগজ।
০৪)কোন শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
__০.১ সেকেন্ড।
০৫) মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামি সম্মেলন সংস্থার সদস্য?
__উগান্ডা
০৬)যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?
__হাওয়াই।
০৭) যুক্তরাষ্ট্র ইউনিয়নে “হাওয়াই”অঙ্গ রাজ্যটি কত সালে যোগ দেয়?
__১৯৫৯ সালের ২১ আগস্ট।
০৮)<A এবং <B পরস্পর সম্পূরক কোণ। A=১১৫ডিগ্রি হলে,B=কত?
__৬৫ডিগ্রি।(B=১৮০-১১৫=৬৫)
০৯) The synonym of “Tedious”is__
__Dull(Tedious অর্থ বিরক্তিকর)
১০)বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
__ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ২য় বৃহত্তম শহর।
১১) “তাসের ঘর” ও “কুল কাঠের আগুন”অর্থ কী?
__ক্ষণস্থায়ী ও তীব্রজ্বালা
১২) ঘোটক”শব্দের অর্থ কী?
__ঘোড়া।
১৩)পূর্বপদে উপসর্গ বসে কোন সমাস হয়?
__প্রাদি সমাস।
১৪) কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
__সাধু ভাষায়।
১৫) বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে?
__চন্দ্রাবতী(১৫৫০ সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন।
__নোট রমজান
১৬)”লীগ অব নেশনস”কোন সালে বিলুপ্ত হয়?
__১৯৪৬।
১৭) কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
__মিজোরামে।সবচেয়ে খরস্রোতা নদী।
১৮) কর্ণফুলী”নদীর উৎপত্তি কোথায়?
__মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে। দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার।
১৯)”ক্রনুমিটার”কী?
__সময় নির্ণায়ক যন্ত্র।
২০)একজন মানুষ কী হিসেবে পৃথিবীতে সবচেয়ে কম চাপ ন্যায়?
__শোয়া অবস্থায়।
২১)স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল কত তারিখে?
__২ মার্চ ১৯৭১।
২২) “হামাস”কোন দেশের রাজনৈতিক সংগঠন?
__ফিলিস্তিনের।
২৩) শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
__শূন্য।
২৪)সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয় কখন?
__অপরাহ্ণে।
২৫)আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে?
__১৭৭৬ সালের ৪ জুলাই।
২৬)আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার
সচিবালয় কোথায়?
__অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
২৭) কত সালে জাতীয় ৭জন বীরকে
“বীরশ্রেষ্ঠ”উপাধি দেওয়া হয়?
__১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর।
২৮) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
__মঈনুল হোসেন।
২৯)এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক(ADB)’র কার্যালয় কোথায়?
__ম্যানিলা(ফিলিপাইন)
৩০)বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
__জামালগঞ্জে।

If you like the post, share it and give others a chance to read it.

Farhad Hossain

This author may not interested to share anything with others on this site.

No Thumbnail
No Thumbnail

Like us on Facebook

Twitter Feed

Recent Comments

No comments to show.