প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর #পর্ব__০২
০১) সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
__বৃহস্পতি ও বুধ।
০২)পৃথিবীর পরিধি কত এবং পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব কত?
__৩৬০ডিগ্রি এবং ১৫ কোটি কি.মি.
০৩)বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
__২২/৭
০৪)কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটির নাম কী?
__সমকোণী ত্রিভুজ।
০৫) “Bitter”শব্দটির Verb কী?
__Embitter.
০৬)কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
__৪ডিগ্রি সেন্টিগ্রেডে।
০৭) রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
__অক্সিজেন পরিবহন করা।
০৮)পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
__মধ্যাকর্ষণ বলের জন্য।
০৯) ১.২.৩.৫.৮.১৩.২১.৩৪,……ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__৫৫
১০) সিএফসি(CFC) কী ক্ষতি করে?
__ওজন স্তর ধ্বংস করে।
১১) “কলের ছাঁটা” কোন সমাস?
__অলুক তৎপুরুষ।
১২) “Encounter”শব্দটির Synonym কী?
__Battle(যুদ্ধ)
“Encounter” অর্থ সশস্ত্র প্রতিরোধ।
১৩) যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে কী বলে?
__অলুক সমাস।
১৪)”ক্ষমার যোগ্য”বাক্য সংকোচন কী হবে?
__ক্ষমার্হ।
১৫)”Viva voce”শব্দটির অর্থ কী?
__Orally.
__Note Ramjan
১৬)”বিচ্ছিন্ন প্রতিলিপি” কাব্যগ্রন্থটি কার?
__মযহারুল ইসলামের।
১৭)”মায়াবী প্রহর”নাটকটি কার রচনা?
__আলাউদ্দিন আল আজাদ।
১৮)ন্যায়দণ্ড”উপন্যাসটি কে রচনা করেন?
__জরাসন্ধ
১৯)ঔদ্ধত্য”এর বিপরীত শব্দ কী?
__বিনয়।
২০)পর্বত”শব্দের সমার্থক শব্দ কী?
__শিলা।
২১)”আমার প্রেম আমার প্রতিনিধি”কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
__আবুল হাসান।
২২)”ওরে বিহঙ্গ”নাটকটি কার?
__জোবায়দা খানম(১৯২০-১৯৮৯)
২৩)”বৈতালিক”উপন্যাসটি কে রচনা করেন?
__নারায়ণ গঙ্গোপাধ্যায়।
২৪)”পরাজয়ে ডরে না বীর, “পরাজয়ে”–কোন কারকে কোন বিভক্তি?
__অপাদানে ৭মী
২৫) কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
__অলুক সমাসে।
২৬)বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
__কর্মধারয় সমাস।
২৭)”গোঁফ খেজুরে”এই বাগধারাটির অর্থ কী?
__নিতান্ত অলস।
২৮)”Do you know them?”passive form হচ্ছে?
__Are they known to you?
২৯) <A=৫০ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি?
__৪০ডিগ্রি(৯০-৫০=৪০)
৩০)”Temporal” শব্দটির সমার্থক কী?
__Worldly(পার্থিব)