.
ভণিতা বাদ দিয়ে সরাসরি মানবন্টনে চলে যাই, ৬০ মিনিটে ৮০ টি প্রশ্ন থাকবে যাদের বিষয় ও মার্কস নিম্নরূপঃ
*) বাংলা – ২০*১.২৫ = ২৫;
*) অংক – ২০*১.২৫ = ২৫;
*) ইংরেজি – ২০*১.২৫ = ২৫;
*) সাধারণ জ্ঞান – ১০*১.২৫ = ১২.৫;
*) কম্পিউটার – ১০*১.২৫ = ১২.৫;
সর্বমোট – ৮০*১.২৫ = ১০০;
.
মজার বিষয়ঃ
*) প্রচলিত সরকারি প্রিলিগুলোর মধ্যে ব্যাংক প্রিলিই সম্ভবত এমন যে একটা সাবজেক্টে ছক্কা মেরে বাকিগুলাতে সিংগেল নিয়েও পাশ করা যায়;
*) বাংলা, অংক, ইংরেজির মধ্যে কোন একটা যাদের স্ট্রং জোন, চেষ্টা করবেন নিজের স্ট্রং জোনে ৮০-৯০% মার্কস ক্যারি করতে, কেল্লা ফতে;
*) যাদের কোন স্ট্রং জোন নেই, তারাও হতাশ হবেন না, আপনাকে অল্প অল্প করে সবার দ্বারস্থ হতে হবে;
.
বই সাজেশনঃ
*) বাংলা – যেকোন প্রসিদ্ধ প্রকাশনীর বাংলা বই (আমার পছন্দ এমপিথ্রি);
*) অংক – Saifur’s Math, উচ্চতর প্রিপারেশনের জন্য Quantitative Aptitude By RS Aggarwal;
*) ইংরেজি – Professor’s English For Competitive Exam, Word Smart (ব্যাংক ভোকাবুলারির বাইবেল);
*) সাধারণ জ্ঞান – যেকোন প্রসিদ্ধ প্রকাশনীর বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর বই (আমার পছন্দ এমপিথ্রি);
*) কম্পিউটার – যেকোন প্রসিদ্ধ প্রকাশনীর কম্পিউটার বই (আমার পছন্দ Easy Computer);

এখন যদি প্রশ্ন করেন উপরের বইগুলো থেকে ১০০% কমন পড়বে কিনা, উত্তর হচ্ছে হয়ত না। যদি বলেন প্রিলিতে পাশ করার জন্য যথেষ্ট হবে কিনা, আমি বলব More than Enough.
.
প্রশ্নকর্তা নিয়ে কথাঃ
প্রশ্নকর্তাদের নিয়ে কিছু কথা না বললেই না, আগে ছিল ২ জন, Arts Faculty ও AUST, বর্তমানে AUST একদলীয় কর্তৃত্ব বজায় রেখেছে;
ছ্যাকা খাওয়া ব্যর্থ প্রেমিক যেমন বারবার প্রেমিকার কাছে ফিরে যায়, AUST ও একসময় বারবার প্রশ্ন রিপিট করত, এমনকি গনিতে ৯০-১০০% প্রশ্ন রিপিট করার রেকর্ড ও তাদের আছে;
তবে এখন দিন বদলেছে, AUST এখন নিজেকে ব্যতিক্রম প্রমানের জন্য বিভিন্ন বিদেশী ওয়েব সাইট থেকে অংক কপি-পেস্ট করে, তাই তাদের করা প্রশ্নে গণিত পার্টটা একটু কঠিন হয়;
আগে তারা সাধারণ জ্ঞান দিত কেবল মান্ধাতার আমল থেকে, এখন সাম্প্রতিক থেকেও দেয়;
.
পরীক্ষার হলে করণীয়ঃ (প্রিলির ডেট দিলে বিস্তারিত পোস্ট দিব আবারো)
*) প্রথমেই বাংলা, সাধারণ জ্ঞান ও কম্পিউটার উত্তর করবেন, কারন এগুলা আপনি হয় পারবেন অথবা পারবেন না, বাট সময় নষ্ট হওয়ার সম্ভাবনা কম। যেগুলা পারবেন না মার্ক করে সামনে এগিয়ে যাবেন;
*) এবার আসবেন ইংরেজিতে, এখানে একটু চিন্তা ভাবনা করে উত্তর করতে হবে, চিন্তা করবেন বাট বেশি চিন্তা করবেন না, যে প্রশ্নগুলা আপনাকে কলম কামড়াতে বাধ্য করতে চাবে, তাদেরকে অপেক্ষমান রেখে সামনে আগাবেন;
*) এবার আসবেন গনিতে, যে গনিতগুলা পরিচিত ও সহজ সেগুলা আগে করে ফেলবেন, মাঝারি মানের গুলাও করবেন। বড় কিন্তু পারবেন সেগুলা অপেক্ষমান রাখবেন। আর যেগুলা পারবেন কিনা আপনার জানা নেই, আপাতত সেগুলার আশেপাশে যাওয়ার দরকার নেই;
*) উপরের ৩ ধাপ যত দ্রুত পারেন শেষ করবেন, এবার আপনার পুরো প্রশ্ন একবার চষা শেষ। এবার আবার প্রথম থেকে শুরু করবেন। এবার যেগুলো পারেন নি সেগুলো একটু চিন্তা ভাবনা করে আল্লাহ/ঈশ্বরের নাম নিয়ে দাগিয়ে ফেলবেন, কারন সময় বেশি হাতে নেই। এরপর বড় যে অংকগুলা বাকি রেখেছেন সেগুলা করবেন। এরপর যেগুলা পারবেন কিনা জানেন না, অল্প একটু চেস্টা করে আল্লাহ/ঈশ্বরের নাম নিয়ে আন্দাজে দাগিয়ে ফেলবেন;
*) মোটকথা ৮০টাই দাগাবেন যদি প্রশ্নে নেগেটিভ মার্কিং এর কথা উল্লেখ না থাকে;
.
সবগুলা বিষয় যদি ঠিক থাকে আর আপনার তকদিরে জবটা থাকে, তবে ১৫-৩০ দিন পর প্রকাশিত রিটেনের জন্য মনোনীত প্রার্থীদের তালিকায় নিজের রোলটা পাবেন ইনশাল্লাহ।
আসলে প্রতিটা অংশ আরো বিস্তারিত আলোচনার দাবি রাখে, পোস্টটা অনেক বড় হয়ে যাবে তাই কথা বাড়াইনি, পরে প্রতিটি সেক্টর নিয়ে আলাদা আলাদা বিস্তারিত পোস্ট দিব ইনশাল্লাহ;
সবাই ভাল থাকবেন।
.
বিনীত
আদিব হক
বলার মত তেমন কিছু নাই, জাস্ট বিগত ৫টা ব্যাংক প্রিলি, ৪টা ব্যাংক রিটেন, ৩৮ বিসিএস প্রিলি উত্তীর্ণ।