অনেকেই মেসেজ দিচ্ছেন ব্যাংক প্রস্তুতি কিভাবে নিবেন সে বিষয়ে কিছু বলতে। তাই আজকের এই লেখাঃ
———প্রিলি প্রস্তুতি——
বাংলাঃ বাংলার জন্য প্রথমে পরতে হবে ক্লাস ৯/১০ এর বাংলা ব্যাকরণ বইটি। ব্যাকরণ থেকে বেশি যে বিষয়গুলো পড়বেনঃ
সমার্থক শব্দ
বিপরীতার্থক শব্দ
সমাস
কারক
সন্ধি
ধ্বনি পরিবর্তন
প্রত্যয়
সাহিত্য থেকে পড়ার জন্য “প্রফেসরস” এর বাংলা বইটা ফলো করতে পারেন।
ইংরেজিঃ ইংরেজির জন্য “Professor’s English For Competitive Exam” বইটা ফলো করতে পারেন। বিশেষভাবে যে বিষয়গুলো পরবেনঃ
Parts of Speech
Right forms of verb
Article
Voice
Narration
Transformation of Sentence
Synonym/ Antonym
Analogy
এছাড়া বিভিন্ন ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে “Synonym/ Antonym and Analogy” পার্টটা পড়ে নিবেন।
ম্যাথঃ ম্যাথ এ ভাল করতে হলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। বিশেষত যেসব বিষয়গুলো জোর দিতে হবেঃ
সময় ও কাজ
প্রফিট-লস
পার্টনারশিপ
ট্রেন ও নৌকার গতি বিষয়ক
অনুপাত ও মিক্সচার
সেট
সম্ভাবনা
সাধারণ জ্ঞানঃ যেকোনো কোম্পানির বই। আমি “Professor’s” পড়েছি। আর সাম্প্রতিক এর জন্য কারেন্ট এফেয়ার্স পড়বেন শুধু প্রথম ৪ পৃষ্ঠা।
কম্পিউটারঃ যেকোন প্রসিদ্ধ প্রকাশনীর কম্পিউটার বই (আমার পছন্দ Easy Computer)। এছাড়া সাম্প্রতিক পরীক্ষায় আসা প্রশ্ন পড়বেন।
বাংলাঃ বাংলার জন্য প্রথমে পরতে হবে ক্লাস ৯/১০ এর বাংলা ব্যাকরণ বইটি। ব্যাকরণ থেকে বেশি যে বিষয়গুলো পড়বেনঃ
সমার্থক শব্দ
বিপরীতার্থক শব্দ
সমাস
কারক
সন্ধি
ধ্বনি পরিবর্তন
প্রত্যয়
সাহিত্য থেকে পড়ার জন্য “প্রফেসরস” এর বাংলা বইটা ফলো করতে পারেন।
ইংরেজিঃ ইংরেজির জন্য “Professor’s English For Competitive Exam” বইটা ফলো করতে পারেন। বিশেষভাবে যে বিষয়গুলো পরবেনঃ
Parts of Speech
Right forms of verb
Article
Voice
Narration
Transformation of Sentence
Synonym/ Antonym
Analogy
এছাড়া বিভিন্ন ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে “Synonym/ Antonym and Analogy” পার্টটা পড়ে নিবেন।
ম্যাথঃ ম্যাথ এ ভাল করতে হলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। বিশেষত যেসব বিষয়গুলো জোর দিতে হবেঃ
সময় ও কাজ
প্রফিট-লস
পার্টনারশিপ
ট্রেন ও নৌকার গতি বিষয়ক
অনুপাত ও মিক্সচার
সেট
সম্ভাবনা
সাধারণ জ্ঞানঃ যেকোনো কোম্পানির বই। আমি “Professor’s” পড়েছি। আর সাম্প্রতিক এর জন্য কারেন্ট এফেয়ার্স পড়বেন শুধু প্রথম ৪ পৃষ্ঠা।
কম্পিউটারঃ যেকোন প্রসিদ্ধ প্রকাশনীর কম্পিউটার বই (আমার পছন্দ Easy Computer)। এছাড়া সাম্প্রতিক পরীক্ষায় আসা প্রশ্ন পড়বেন।
বিঃদ্রঃ পরীক্ষায় ভাল করতে হলে কম্পিউটার এ চেষ্টা করতে হবে ১০টা প্রশ্নই শুদ্ধভাবে উত্তর করার। তাহলে পাশ করার চান্স ১০% বেড়ে যায়। আর সবসময় বাংলা, ইংরেজি, কম্পিউটার, সাধারণ জ্ঞান আন্সার করে ম্যাথ ধরবেন। চেষ্টা করবেন ওই ৪টা পার্ট যেন ২০মিনিট এ শেষ করা যায়। বাংলাতে যদি ভাল করতে পারেন পাশের সম্ভাবনা বেড়ে যাবে। Puzzle থাকলে ওই ৫ মার্ক্স বাদ দিবেন। সময় বাচবে। ওখান থেকে আন্দাজে আনসার করলেও ২/৩টা হবে।
———লিখিত প্রস্তুতি——
ম্যাথঃ সাইফুর’স বা জাফর ইকবাল আন্সারির বইটা শেষ করতে পারলে বেসিক শক্তিশালী হবে। যদি AUST এর জন্য ভাল করতে চান তাহলে তাদের করা পূর্ববর্তী প্রশ্ন সলভ করবেন এবং পাশাপাশি “Quantitative Aptitude By RS Aggarwal” যদি করতে পারেন বুঝে তাহলে প্রশ্ন একটু কঠিন হলেও আনসার করতে পারবেন।
যে বিষয়গুলো জোর দিবেনঃ
সময় ও কাজ
প্রফিট-লস
পার্টনারশিপ
ট্রেন ও নৌকার গতি বিষয়ক
অনুপাত ও মিক্সচার
সম্ভাবনা
সেট
Translation: Translation এর জন্য গ্রামার শক্তিশালী করতে হবে আর প্রাকটিস করতে হবে। (আমি প্রাকটিস করিনি কখনও যদিও)
ফোকাস রাইটিং: ফোকাস রাইটিং এর জন্য সাম্প্রতিক বিষয় পড়বেন। এছাড়া পড়তে পারেনঃ
সরকারের কোন প্রকল্প
জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি
মুদ্রা ব্যবস্থা
অর্থনীতি
ইন্ডাসট্রিয়াল সেক্টর
ব্যাংক কার্যাবলী যেমনঃ ঋণ, গ্রীন ব্যাংকিং ইত্যাদি।
Application/ Letter/ Report Writing: প্রত্যেক আইটেম থেকে একটা করে শিখে রাখবেন যেন যে বিষয়ই আসুক লিখতে পারেন। সংবাদপত্র এবং বিজনেস লেটার বেশি গুরুত্বপূর্ণ।
Comprehension: এই পার্ট থেকে প্রশ্ন-উত্তর দ্রুত দিতে চাইলে আগে প্রশ্ন পরে কী-ওয়ার্ড বের করবেন। তারপর সেই কী-ওয়ার্ড খুঁজে বার করলে দ্রুত আনসার করতে পারবেন।
ম্যাথঃ সাইফুর’স বা জাফর ইকবাল আন্সারির বইটা শেষ করতে পারলে বেসিক শক্তিশালী হবে। যদি AUST এর জন্য ভাল করতে চান তাহলে তাদের করা পূর্ববর্তী প্রশ্ন সলভ করবেন এবং পাশাপাশি “Quantitative Aptitude By RS Aggarwal” যদি করতে পারেন বুঝে তাহলে প্রশ্ন একটু কঠিন হলেও আনসার করতে পারবেন।
যে বিষয়গুলো জোর দিবেনঃ
সময় ও কাজ
প্রফিট-লস
পার্টনারশিপ
ট্রেন ও নৌকার গতি বিষয়ক
অনুপাত ও মিক্সচার
সম্ভাবনা
সেট
Translation: Translation এর জন্য গ্রামার শক্তিশালী করতে হবে আর প্রাকটিস করতে হবে। (আমি প্রাকটিস করিনি কখনও যদিও)
ফোকাস রাইটিং: ফোকাস রাইটিং এর জন্য সাম্প্রতিক বিষয় পড়বেন। এছাড়া পড়তে পারেনঃ
সরকারের কোন প্রকল্প
জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি
মুদ্রা ব্যবস্থা
অর্থনীতি
ইন্ডাসট্রিয়াল সেক্টর
ব্যাংক কার্যাবলী যেমনঃ ঋণ, গ্রীন ব্যাংকিং ইত্যাদি।
Application/ Letter/ Report Writing: প্রত্যেক আইটেম থেকে একটা করে শিখে রাখবেন যেন যে বিষয়ই আসুক লিখতে পারেন। সংবাদপত্র এবং বিজনেস লেটার বেশি গুরুত্বপূর্ণ।
Comprehension: এই পার্ট থেকে প্রশ্ন-উত্তর দ্রুত দিতে চাইলে আগে প্রশ্ন পরে কী-ওয়ার্ড বের করবেন। তারপর সেই কী-ওয়ার্ড খুঁজে বার করলে দ্রুত আনসার করতে পারবেন।
প্রিলিতে উপস্থিত বুদ্ধি খাটাতে হবে আর লিখিততে দরকার সময় বণ্টন। তাহলেই ধরা দিবে আপনার কাঙ্ক্ষিত সাফল্য। আর কোন বিষয় জানতে চাইলে আরও লিখব ভবিষ্যতে। সবাই ভাল থাকবেন।
বিনীত
নিলিম চৌধুরী
(সোনালি ব্যাংক সিনিয়র অফিসার সুপারিশপ্রাপ্ত)
নিলিম চৌধুরী
(সোনালি ব্যাংক সিনিয়র অফিসার সুপারিশপ্রাপ্ত)