ভাইভায় কখন ফেইল করায় দেয়??

এক ভাই ৩৬ বিসিএস এ লিখিততে ৫৫৯ পেয়েও ভাইভায় ফেল করেছেন,

এমন কুয়েরীতে শ্রদ্ধেয় প্রিয় কাওছার হোসেন ভাইয়ের মূল্যবান সংগ্রহ…
#কেন_ভাইভাতে ফেইল করে? (একজন পিএসসি মেম্বারের মতামত)
১. নিজের এলাকাকে না জানা।
২. বাবা/মায়ের প্রফেশন নিয়ে মিথ্যা বলা/বলতে লজ্জা বোধ করা।
৩. মিথ্যা বলা, ধোকা দেয়ার চেষ্টা করা।
৪. অনেক আগে পড়েছিলাম, তাই মনে নাই। এমন না বলাই ভাল।
৫. উত্তর না পারলে,গাইগুই করা! (জানা নেই স্যার বলা ভাল)
৬. অতি গম্ভীর ভাব ধরে বসে থাকা (হাশিখুশি পছন্দনীয়)
৭. কথা বার্তায় সাবলীলতা না থাকা।
৮. টেকনিক্যাল প্রশ্নের জবাবে সরাসরি সরকারের বিপক্ষে বলা। [যেমন, সরকারের কিছু ব্যর্থতা বলুন। এর উত্তরে, এটা একটা চলমান সমস্যা,তবে এটা নিরসনে সরকার কাজ করে যাচ্ছে…..এমন বলা ভাল]
৯. গান একদমই না শোনা,বই একদমই পড়া, কবিতা একদমই না পড়া।
১০. অল্প সময়ে ছেড়ে দেয়া মানেই খারাপ ভাইভা না, এই সময়ের মধ্যে; পোশাক, চুল, হাঁটাচলা এবং চোখের তীক্ষ্ণতা লক্ষ করা হয়।
.
(সাব রেজিস্ট্রারের ট্রেইনিং এ বলেছিল একজন সম্মানীত পিএসসি মেম্বার)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top