পানি উন্নয়ন বোর্ড এর জব নিয়ে যারা চিন্তা করছেন ,যে পদ গুলো কেমন হবে।তাদের জন্য লিখাটা,,,

পানি উন্নয়ন বোর্ড এর “ডাটা-এন্টি অপারেটর” ও “অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক” পদের জব নিয়ে যারা চিন্তা করছেন ,যে পদ গুলো কেমন হবে।তাদের জন্য লিখাটা,,,

পানি উন্নয়ন বোর্ডের গেজেট অনুসারে এই দুই পোষ্টের প্রমোশন আছে। এই দুই পোষ্ট থেকে মোট পদের ৫০%(বাকী ৫০% সরাসরী নিয়োগ), ৭ বছর পর প্রমোশন হবে “উচ্চমান সহকারী” পদে।

(তবে ডাটা এন্টি আপারেটরেরা যদি সিনিয়ন ডাটা এন্টি অপারেটর এর প্রমোশনের জন্য ফরম পুরন করে তবে সে উচ্চমান সহকারী না হয়ে সিনিয়ন ডাটা এন্টি আপারেটর হবে তবে সেটা পুরন করতে হবে জব পাওয়ার পরে অফিসিয়ালী) Android App: Job Circular
পরবর্তী ১০ বছর “উচ্চমান সহকারী” পদে চাবুরী করার পরে মোট পদের ৩৪%(বাকী ৬৬% গুলো সরাসরি নিয়োগে) প্রমোশন হয়ে “সহকারী পরিচালক (প্রশাসন)” হবে।
তারপর ১২ বছর পর বয়স থাকলে উপ- পরিচালক,পরিচালক হওয়ার সম্ভাবনা আছে।

পরীক্ষা নেবে IBA,DU মোট ৮০ মার্কের পরীক্ষা হবে।এ্যাপ্লাই এর শেষ ডেট থেকে পরবর্তী ৩ মাসের মধ্য পরীক্ষা নিবে।বেস্ট অব লাক।

মো:এনামুল হক
সহকারী রাজস্ব কর্মকর্তা(ভূমি ও রাজস্ব)
রংপুর পওর বিভাগ,রংপুর।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top