১।কোন কলেজে পরেন?
-নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ।
২।তোলারাম কে?-বিখ্যাত কেও না তবে কলেজে জমি দিয়েছিল তাই কলেজের নাম তোলারাম।
৩।তোলারাম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৩৭ সালে।
৪।কোন বিষয়ে পড়াশুনা করেছে?-রাষ্ট্রবিজ্ঞান।
৫।রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য কি?-রাষ্ট্র যে চারটি উপাদান নিয়ে গঠিত সরকার তার একটি উপাদান মাত্র।
৬।বিহার কেন রাষ্ট্র নয় বাংলাদেশ কেন রাষ্ট্র?-রাষ্ট্রের চারটি উপাদানের মধ্যে বিহারে একটি নেই তা হলো সার্বভৌমত্ব ।
৭।ভারতের আসামে কি নিয়ে গন্ডগোল চলছে?-মুসলমানদের বিতাড়িত করা হচ্ছে তাই নিয়ে।
৮।রাষ্ট্রের উপাদান কয়টি এবং কি কি?-৪ টি।নির্দিষ্ট ভূখন্ড,সরকার,জনসমষ্টি, সার্বভৌমত্ব ।
৯।গনতন্ত্রের সংগা দাও?- Democracy is government of the people by the people for the people.
১০।বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ,অধ্যায় কয়টি?-অনুচ্ছেদ ১৫৩টি,অধ্যায় ১১ টি।
১১।ন্যায়পাল সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে?- ৭৭ নং অনুচ্ছেদ ।
১২।সে গত কাল ঢাকা গিয়েছিল-অনুবান করেন?-He went to Dhaka yesterday.
১৩।সে কি গতকাল ভাত খায় নি?- অনুবাদ করেন?- Didn’t he eat rice yesterday?
১৪ ।সে বাড়ি গিয়েছিল- অনুবাদ করেন?- He went home.
১৫।শেখ মুজিবুর রহমান সর্বশেষ কোথায় পড়াশুনা করেন?- ঢাকা বিশ্ববিদ্যালয় ।
১৬।৭মার্চের ভাষন বলেন? -বললাম জতটুকু মনে ছিল।
১৭।একটা গান বা কবিতা বলেন,,,- একটা গান গাইলাম।
(আরো অনেক প্রশ্ন করছে ,মনে জা ছিল তাই তুলে ধরলাম। তবে সব উত্তর আমি পারছি। জানিনা কি হবে।সবাই দোয়া করবেন)