সফলতার গোপন রহস্য হচ্ছে উদ্দ্যেশের প্রতি অবিচল পথচলা
৬০ টা প্রিলিমিনারি,
১২ টা রিটেন,
৩ টা ভাইবা।
৩ বছর ৪ মাস।
কোটা & লবিং ছাড়া।
আলহামদুলিল্লাহ। অবশেষে সফলতার মুখ দেখা।
গ্রুফের প্রতি কৃতজ্ঞ।
মহান আল্লাহ তাওলার উপর বিশ্বাস রেখে পথচলা।
আমার টেবিলে একটা লাইন লিখা ছিলো।
তা হলো, “সফলতার গোপন রহস্য হচ্ছে উদ্দ্যেশের প্রতি অবিচল পথচলা। ”
ছোট-বড় সবাই জ্ঞান দিতো। কোথাও ডুকে যাও। প্রাইভেট জব করো। অনেক উপদেশ!
বাবার ন্যূনতম টাকা দেয়ার সামর্থ ও সবার দোয়া।
বয়সও শেষের দিকে।
সরকারী চাকুরীজীবী হয়ে যাওয়া মানে অনেক কিছু, তা কিন্তু না। জীবীকা নির্বাহের পথ মাত্র।
হতাশ না হয়ে লেগে থাকতে বলবো।
আল্লাহর কাছে চাইতে হবে।
টার্গেট নিয়ে সঠিক পথে এগুতে হবে।
নিজের সামর্থ্যানুযায়ী চেষ্টা করতে হবে।
Md. Sakhawat Hossain
Assistant Accounts/finance/Audit.
Bangladesh Chemical Industries Corporation.