এক্স একাউন্টিং, ঢাকা বিশ্ববিদ্যালয়
 
 
অনেক আগে থেকেই ইচ্ছে ছিল বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য একেবারেই আমার নিজস্ব ধ্যানধারণার আলোকে পূর্নাঙ্গ একটি স্ট্র‍্যাটেজিক প্ল্যান উপস্থাপন করব। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানোর পর অনেকে এ সম্পর্কে নিজেদের আগ্রহের কথা জানিয়ে আমার উৎসাহ বহুগুণে বাড়িয়ে দিয়েছেন।
 
প্রায় ক্ষেত্রে দেখা যায়, প্রখ্যাত বিসিএস বিশেষজ্ঞবৃন্দ নিজেদের লেখনী সুখপাঠ্য করতে এবং পাঠকসমাজে নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্য অর্জনে বিসিএস সম্পর্কিত মূল পরামর্শের সাথে চিত্তাকর্ষক- মনোমুগ্ধকর- জনপ্রিয় সব কথামালা মিশিয়ে দেন। বেশিরভাগ সময় সাফল্য বুভুক্ষু পাঠকেরা চটকদার কথামালার ভীড়ে তাঁদের কাঙ্ক্ষিত ও প্রয়োজনীয় ‘মূল কথা’ টি খুঁজে নিতে ব্যর্থ হলেও লেখকের ‘পাঠকপ্রিয়তা লাভ’ এর মূল উদ্দেশ্যটি কিন্তু ঠিকই অর্জিত হয় । আগে থেকে বলে রাখি, আমার যেহেতু জনপ্রিয়তা লাভ বা বিসিএস বিশেষজ্ঞ বনে যাওয়ার কোনরকম বাসনা নেই, তাই এই স্ট্র‍্যাটেজিক প্ল্যানটিকে সকল ধরনের বাহারি, আলংকারিক ও তথাকথিত মোটিভেশনাল বানী থেকে মুক্ত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। কথার মারপ্যাঁচ ও বাহুল্য বর্জন করে সোজা সাপ্টা ভাষায় একজন পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাগুলোকে জিস্ট আকারে এখানে তুলে ধরা হবে।
 
যাদের কাছে আমাদের প্ল্যানটি খুব অর্ডিনারি বা বিলো স্ট্যান্ডার্ড মনে হবে, এবং যারা আরো অনেক বেশি কিছুর প্রত্যাশা করেন, তারা দয়া করে লেখাটি এড়িয়ে যান। আমার মত সাধারণ মানের সাধারণ ছাত্র যারা বিসিএস প্রস্তুতির একটি দিকনির্দেশনা চাইছেন, তাদের আমন্ত্রণ রইল।
 
সম্পূর্ণ প্ল্যানটিকে আমি ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে উপস্থাপন করব। প্রথমে থাকবে বিভিন্ন বিষয়ের জন্য পঠিতব্য বইয়ের তালিকা। পরবর্তী কয়েক পর্বে প্রস্তুতি কৌশলের নিভিন্ন আঙ্গিক তুলে ধরার প্রয়াস পাব। সবশেষে প্রিলিমিনারি পরীক্ষার আগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের করনীয় ও প্রস্তুতি পরিকল্পনা নিয়েও থাকবে টাইমবাউন্ড প্ল্যানিং।
 
আজ প্রথম পর্বে থাকছে বিভিন্ন বিষয়ের পঠিতব্য বইয়ের তালিকা সম্পর্কে আলোচনা—
 
ইংরেজিঃ
১. English for competitive exam
by fazlul haque.
২. saifur’s vocabulary
৩. ওরাকল প্রিলি ইংরেজি
fb/BDCareerGuide

বাংলাঃ
১. mp3 প্রিলিমিনারি বাংলা
২. সৌমিত্র শেখর স্যারের জিজ্ঞাসা
৩. নবম-দশম শ্রেনীর ব্যাকরন বই
 
সাধারণ জ্ঞানঃ
১. mp3 বিসিএস বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি
২.সাম্প্রতিক সাধারন জ্ঞানের ছোট কোন বই
 
বিজ্ঞান ও কম্পিউটারঃ
১.ওরাকল প্রিলিমিনারি বিজ্ঞান, প্রযুক্তি ও কম্পিউটার
 
ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা নৈতিকতা মুল্যবোধ ও সুশাসনঃ
১. ওরাকল প্রিলি গাইড
 
গণিতঃ
১. শর্টকাট ম্যাথ by Ariful Islam
১. প্রফেসরস গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
 
এছাড়াও যে বইগুলো সংগ্রহ করবেনঃ
১. প্রফেসরস জব সলিউশন
২. বিগত বছরের সালতামামি
৩. যখন বের হবে কিনে নিবেন
ক) কারেন্ট এফেয়ার্স, ওয়ার্ল্ড বিশেষ সংখ্যা
খ) এশিওরেন্স, ওরাকল প্রিলিমিনারি ডাইজেস্ট
 
প্রিলি–রিটেনের সমন্বিত প্রস্তুতিঃ ড্রিম এন্ড রিয়েলিটি
——————————————————-
প্রিলি রিটেনের সমন্বিত প্রস্তুতির ধারনাটি সাফল্য প্রত্যাশীদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হলেও এর কিছু আঙ্গিক সম্পর্কে সবার মধ্যে এক ধরনের অস্পষ্টতা রয়েছে।
 
প্রথমত, আপনি চান বা না চান, প্রিলির প্রস্তুতি নিলে রিটেনের একটা বড় অংশের প্রস্তুতি কিন্তু এমনি হয়ে যায়। তাই প্রিলি- রিটেন সমন্বয় করে যারা পড়েন নি, তাদের তরফে ‘আমার কি হবে গো’ টাইপের হাহুতাশ অর্থহীন। মনে রাখতে হবে, অসময়ের দশ ফোঁড় — রিটেনের ভাবনা না ভেবে সময়ের এক ফোঁড় –প্রিলির চিন্তায় মনোনিবেশ করাই বুদ্ধিমানের কাজ হবে। Android App: Job Circular
 
দ্বিতীয়ত, প্রিলি–রিটেন সমন্বয়ের এই ধারনাটি কাজে লাগানর মোক্ষম সময় হল, প্রিলি পরীক্ষা থেকে কমপক্ষে ১ বছর আগের সময়। এই মুহূর্তে যখন প্রিলি পরীক্ষা আপনার নিশ্বাস দুরত্বে, তখন রিটেন নিয়ে চিন্তা করার মতো বিলাসিতা দেখানোর মানে হল নিশ্চিত বিপদের মুখে নিজেকে ঠেলে দেওয়া। আশা করি, কেউ এই ভুলের ফাঁদে পা দিবেন না। আবারো মনে করিয়ে দিই– প্রিলির প্রস্তুতি নিলে রিটেনের একটা বড় অংশের প্রস্তুতি এমনি হয়ে যাবে।
 
পরের পর্বে লিস্টভুক্ত বইসমূহের স্টাডি টেকনিক সমপর্কে বিস্তারিত আলোচনা করব। সবার জন্য শুভকামনা নিরন্তর।