” লিগ্যালি ব্যাংকারদের Income অন্যান্য প্রথম শ্রেণীর চাকরি থেকে ঢের বেশি
। ব্যাংকের একজন Peon ও ১০/১৫ বছরের মধ্যেই ব্যাংক থেকে ৫০/৬০ লাখ টাকা Loan নিয়ে বাড়ি/ফ্লাট করে ফেলে; আর Officer সাহেবদের কথা বাদই দিলাম ! ”
বর্তমানে BCS Mania র সাথে চলছে Bank Mania ! ক্যাডার যেমন হতে চায় অনেকে, Banker হতে চাওয়ার মত লোক আশে পাশে তাকালেই দেখা যায় । Bankers Selection Committee – BSC গঠিত হওয়ার পর মেধাবীদের Banker হওয়ার দৌরাত্ব আরো বেড়ে গেছে ! আগে যেমন Recruitment এ ব্যাপক #দুর্নীতির কথা শোনা যেত, এখন BSC র কারনে সেটা নেই বললেই চলে ! Fairly Recruitment হচ্ছে এখন, সেটা বলাই যায় ।
ব্যাংকাররা ,,,,,,
০১. মাসের ২৬ তারিখের মধ্যেই তাদের বেতন হাতে পেয়ে যায় !
০২. প্রতিদিন ২০০/- লাঞ্চ ভাতা পায় ,যেটা ক্যাডাররাও পায় না !
০৩. প্রতিবছর ৩/৪ টি Incentive পায় ! Festival Bonus তো পায়ই !
০৪. এক (০১) বছর পর Computer Loan, ৩ বছর পর Bike Loan পায় !
০৫. চাকরির ৩ বছর হয়ে যাওয়ার পর Instant Loan (তাৎক্ষনিক প্রয়োজন হলে) পায় ০৫ লাখ টাকা !
০৬. চাকরির ০৪ বছর অতিবাহিত হওয়ার পরই আপনি বাড়ি/ফ্লাট ক্রয় করার জন্য পাচ্ছেন ৮৫/৯০ টাকা !
০৭. AGM হয়ে যাওয়ার পর আপনি পাচ্ছেন Car ক্রয় করার জন্য ২৫/২৮ লাখ টাকা ! সাথে প্রতিমাসে Maintenance Bill মাত্র ৫০/৬০ হাজার টাকা !
থাক,,,,, আর না বলি !
এত এত সুযোগ সুবিধা যেখানে বিদ্যমান সেখানে কাজ করতে গেলে একটু আকটু কষ্ট তো করতেই হবে । অন্যান্য সব চাকরির মতই এখানেও Pressure আছে, কাজে একঘেয়েমিতা আছে, অনেক সময় নির্দিষ্ট সময় ছাড়াও অফিসে কাজ করতে হতে পারে, ,,,,,,,,,,,
Above all, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে Bank Job যেমন ব্যাপক সম্মানের তেমনি লোভনীয় একটি চাকরি ! কারো Negative কথা না শুনে নিঃসন্দেহে Bank এ Career গড়তে পারেন ।
#সাজ্জাদুল আনোয়ার
সিনিয়র অফিসার
রাষ্টায়ত্ব অগ্রণী ব্যাংক লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *