সরকারি ব্যাংকে চাকরির সুবিধা সমূহ

” লিগ্যালি ব্যাংকারদের Income অন্যান্য প্রথম শ্রেণীর চাকরি থেকে ঢের বেশি
। ব্যাংকের একজন Peon ও ১০/১৫ বছরের মধ্যেই ব্যাংক থেকে ৫০/৬০ লাখ টাকা Loan নিয়ে বাড়ি/ফ্লাট করে ফেলে; আর Officer সাহেবদের কথা বাদই দিলাম ! ”
বর্তমানে BCS Mania র সাথে চলছে Bank Mania ! ক্যাডার যেমন হতে চায় অনেকে, Banker হতে চাওয়ার মত লোক আশে পাশে তাকালেই দেখা যায় । Bankers Selection Committee – BSC গঠিত হওয়ার পর মেধাবীদের Banker হওয়ার দৌরাত্ব আরো বেড়ে গেছে ! আগে যেমন Recruitment এ ব্যাপক #দুর্নীতির কথা শোনা যেত, এখন BSC র কারনে সেটা নেই বললেই চলে ! Fairly Recruitment হচ্ছে এখন, সেটা বলাই যায় ।
ব্যাংকাররা ,,,,,,
০১. মাসের ২৬ তারিখের মধ্যেই তাদের বেতন হাতে পেয়ে যায় !
০২. প্রতিদিন ২০০/- লাঞ্চ ভাতা পায় ,যেটা ক্যাডাররাও পায় না !
০৩. প্রতিবছর ৩/৪ টি Incentive পায় ! Festival Bonus তো পায়ই !
০৪. এক (০১) বছর পর Computer Loan, ৩ বছর পর Bike Loan পায় !
০৫. চাকরির ৩ বছর হয়ে যাওয়ার পর Instant Loan (তাৎক্ষনিক প্রয়োজন হলে) পায় ০৫ লাখ টাকা !
০৬. চাকরির ০৪ বছর অতিবাহিত হওয়ার পরই আপনি বাড়ি/ফ্লাট ক্রয় করার জন্য পাচ্ছেন ৮৫/৯০ টাকা !
০৭. AGM হয়ে যাওয়ার পর আপনি পাচ্ছেন Car ক্রয় করার জন্য ২৫/২৮ লাখ টাকা ! সাথে প্রতিমাসে Maintenance Bill মাত্র ৫০/৬০ হাজার টাকা !
থাক,,,,, আর না বলি !
এত এত সুযোগ সুবিধা যেখানে বিদ্যমান সেখানে কাজ করতে গেলে একটু আকটু কষ্ট তো করতেই হবে । অন্যান্য সব চাকরির মতই এখানেও Pressure আছে, কাজে একঘেয়েমিতা আছে, অনেক সময় নির্দিষ্ট সময় ছাড়াও অফিসে কাজ করতে হতে পারে, ,,,,,,,,,,,
Above all, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে Bank Job যেমন ব্যাপক সম্মানের তেমনি লোভনীয় একটি চাকরি ! কারো Negative কথা না শুনে নিঃসন্দেহে Bank এ Career গড়তে পারেন ।
#সাজ্জাদুল আনোয়ার
সিনিয়র অফিসার
রাষ্টায়ত্ব অগ্রণী ব্যাংক লিমিটেড

If you like the post, share it and give others a chance to read it.

Farhad Hossain

This author may not interested to share anything with others on this site.

No Thumbnail
No Thumbnail

Like us on Facebook

Twitter Feed

Recent Comments

No comments to show.