বিভিন্ন ব্যাংকে চাকরির সুযোগ সুবিধা বিভিন্নরকম।

এসব সুবিধা আসুবিধার কথা বিবেচনা করে আপনাকে চয়েস লিস্ট সাজাতে হবে । এক্ষেত্রে যে বিষয়গুলা বিবেচনা করা উচিত তার মধ্যে প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রমশন পলিসি। একেক ব্যাংকে প্রমোশন পলিসি একেকরকম । দেখা যাচ্ছে মেরিট লিস্টে উপরে থেকেও একজন ব্যাংক চয়েসে ভুল করলে ,অন্য কেউ মেরিট লিস্টে নিচে থেকেও সে আগেই উপরের র‍্যাংকে উঠে যাবে। আরো যে বিষয়গুলা বিবেচনায় রাখা দরকার সেগুলা হল পোস্টিং পলিসি, কাজের পরিবেশ, ইনসেনটিভ বোনাস, হোম লোন, ঝুকি ইত্যাদি ।
সবদিক বিবেচনা করে ICB কে প্রথমে রাখা যেতে পারে। গতবার ৭ টা ইনসেনটিভ বোনাস দিয়েছিলো। SO দের হোম লোন ৯১ লাখ। লোন পাওয়াও অনেক সহজ। প্রমোশন পলিসি অনেক ভালো। ডিউ টাইমে প্রমোশন হয়। পোস্টিং বড় বড় শহরে হবে ।পোষ্টিং একটা বড় ফ্যাক্ট ।পাবলিকের সাথে ফাংশন নাই। কাজের পরিবেশ তূলনামূলক ভাল।
BDBL কে ২য় তে রাখা যেতে পারে। ৪০ টার মত শাখা আছে। বোনাস এবার ৪ টা দিছে। পোষ্টিং একটা বড় ফ্যাক্ট । এখানে থাকলে বড় বড় শহরে থাকতে পারবেন। প্রমোশন অনেক স্মুথ।
৩য় তে রূপালী দেওয়া যায়। এবার ৪ টা ইনসেন্টিভ দিছে। প্রমোশন ডিউ টাইমে হয়। হোম লোন সহজেই পাওয়া যায়। কাজের প্রেশার তুলনামূলক কম।
৪র্থ তে বিকেবি/রাকাব রাখা যেতে পারে। প্রমোশন ডিউ টাইমে হচ্ছে এখন। কিছুদিন পর বিকেবির সব পুরানো অফিসার ছাটাই হয়ে যাচ্ছে কাজের প্রেশার অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের থেকে অনেক কম। ঝুকি কম। পেনশন সুবিধা আছে এই ২ টাতে।
ইনসেন্টিভ ১টা করে দেয়। রাকাবে হোম লোন পাওয়া সহজ। বিকেবিতেও মোটামুটি সহজ। প্রমোশনের জন্য এটাকে আগে রাখতে হবে।
এরপর অগ্রণী দেয়া যায়। প্রমোশন পলিসি ভাল। অন্যান্য সুযোগ সুবিধাও খারাপ না, কিন্তু কাজের প্রচন্ড প্রেশার। সেরকম ব্রাঞ্চে পোষ্টিং হলে রাত ৮/৯ টা বাজবে রেগুলার।ইনসেন্টিভ ৩ টা দেয় সাধারণত। হোম লোন ৮৩ লাখের মত SO দের।
এরপর জনতা দেয়া যায়। কিন্তু অফিসার থেকে সিনিয়র অফিসার হওয়া খুব টাফ। সোনালীতেও সেইম। জনতার পোষ্টিং পলিসিও খারাপ।
সোনালীর কাজের প্রেশার সবথেকে বেশী। যেখানে বাংলাদেশ ব্যাংক নাই সেখানে এরা বিবি এর হয়ে কাজ করে। এজন্য এদের কাজ প্রচুর। রিকগনিশন কম। পোষ্টিং যেকোনো যায়গায় হতে পারে। ইনসেন্টিভ ও ২ টা দিছে এবার। প্রমোশন পলিসিও ভাল না তেমন। হোম লোণ কয়েক ধাপে দেয়। এসব দিক বিবেচনা করে এটাকে নিচের দিকে রাখাই বেটার।
.
সবার জন্য শুভকামনা রইলো।
/
Asif Islam
Officer Bangladesh Bank

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *