বিদেশিদের ভূমিকা, বই ইত্যাদি
২৫. গুরুত্বপূর্ণ নদী, হাওর, বিল, পাহার, লেক, ঝরণা, বন, ইকোপার্ক
২৬. সংবিধানের যে টপিক গুলো থেকে প্রতিবার আসে (প্রনয়ন, কমিটি, ২, ২ক, ৪, ৭, ৯,১০,১১,১২,১৫,১৭,২১,২৫,২৭,৩৯,৪১,৫৫,৫৬,৫৯,৬৪,৬৫,৭০,৭৫,৭৭,৮১, ৮৪, ৯৬,১০২,১০৭,১২৫, ১৩৩,১৩৭,১৪২,সংশোধনী ১৩,১৪,১৫,১৬)
২৭. বৈশ্বীক বিভিন্ন সূচকে বাংলাদেশ
২৮. সাল- ১২০৪, ১৫২৬, ১৫৫৬, ১৭৫৭, ১৭৬৪, ১৭৯৩, ১৮০০, ১৮২৯,১৮৫৬, ১৮৫৭, ১৮৮৫,১৯০৫,১৯১১,১৯২১, ১৯৪০,১৯৪৭,১৯৪৮,১৯৫০,১৯৫২,১৯৫৪,১৯৫৬,১৯৫৮,১৯৬২,১৯৬৬,১৯৬৯,১৯৭০,১৯৭১ ( মার্চ, এপ্রিল, ডিসেম্বর) ১৯৭২
২৯. বৈশ্বীক সংস্থায় বাংলাদেশ ( WB, IMF, OIC, UN, WTO, Commonwealth etc.)
৩০. ঊনবিংশ ও বিংশ শতাব্দির বিভিন্ন যুদ্ধ, চুক্তি ( সন, বিষয়, পক্ষ)
৩১. সংস্থার সদর দপ্তর, সদস্য
৩২. জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, আই এম এফ
৩৩. চ্যানেল, দ্বীপ ( ১০-১২ টা)
৩৪. ওশেনিয়া, ক্যারিবিয়ান আর দক্ষিণ আমেরিকার দেশ
৩৫. রাজধানী আর মুদ্রা আলাদা করে পড়ার দরকার নাই
৩৬. বর্তমান বিশ্ব রাজনীতি, অর্থনীতি, নির্বাচন, সরকার
৩৭. সাম্প্রতিক সম্মেলন সমূহ ( জলবায়ু ও অন্যান্য)
৩৮. সুশাসন ও নৈতিকতা ২/৩ টা এমনিতেই পারবেন। ৩/৪ টা কমন সংজ্ঞা দেখে যেতে পারেন। সুশাসনের। ধারণা, সূচক গুলো জেনে যাবেন।
৩৯. এই অংশের কনফিউশন গুলো এক্সামে এড়িয়ে যান।
জাস্ট একটু দেখে যান। বারবার চোখ বোলান। কথা দিলাম, চোখে লেগে থাকবে। অল্প জিনিস জানেন। আগে প্রিলি পাশ করেন তারপর লিখিত নিয়া চিন্তা করা যাবে। বেশি পড়তে গিয়া না আবার প্রিলিতেই ফেল করি।
আর একটা বিষয়:
প্রতিদিন ২ টা করে মডেল টেস্ট দিন ( ওরাকল, প্রফেসরস, আ্যসুরেন্স যে কোন একটা থেকে) এটা আপনাকে টাইম ম্যানেজমেন্ট এ সাহায্য করবে। আমি ৩৬ প্রিলিতে প্রায় ৬০ টার মত মডেল টেস্ট দিয়েছিলাম। যেগুলো পারবেন না সেগুলো মার্ক করে রাখুন। সম্ভব হলে পরে আরেকবার দেখুন। এটা সত্যি খুব কাজে দেয়। ৩০★২০০=৬০০০, কম না কিন্তু!!
মোটামুটি এই ছিলো আমারমার ভাণ্ডারে। এ কটা দিন একটু পরিশ্রম করেন। সাফল্য আসবেই। নিজের উপর আস্থা রাখেন। স্রষ্টার নিকট সাহায্য চান। কিছুদিনের জন্য অসামাজিক হন।
নিজের বাবা মায়ের জন্য আর দেশের সাধারণ মানুষ যাদের করের টাকায় আমরা উচ্চ শিক্ষা লাভ করেছি তাদের সেবার জন্য মনস্থির করি।। জয় আমাদের হবেই।
সকলের জন্য দোয়া আর শুভকামনা।
মোঃ তরিকুল ইসলাম
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (৩৫তম বিসিএস)
জেলা প্রশাসকের কার্যালয়
ময়মনসিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *