Solved by: Ajgar Ali
১) Frequency is-
উত্তর: noun
২) কোন খ্রিষ্টাব্দে দিল্লীর সুলতানি শাসনের অবসান হয়?
উত্তর: ১৫২৬
৩) বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০টি মার্বেল দিয়ে দেয়, তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আবার তপু যদি বাবুকে ২০টি মার্বেল দেয়, তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। বাবুর কাছে কতটি মার্বেল আছে?
উত্তর: ১০০
৪) কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
উত্তর: ভাইবোন
৫) The lady prides herself__her beauty.
উত্তর: upon
৬) ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
উত্তর: বাঙালি জাতীয়তাবাদ
৭) “সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়”- এখানে “উঠলে” কোন ক্রিয়া?
উত্তর: অসমাপিকা ক্রিয়া
৮) 0.4×0.02×0.08 =
উত্তর: 0.00064
৯) রাতুল শব্দের অর্থ কি?
উত্তর: লাল
১০) The correct spelling is-
উত্তর: Bureaucrat
১১) স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডন
১২) কে ‘অপারেশন সার্চলাইট’-এর নীল নকশা তৈরি করেন?
উত্তর: টিক্কা খান
১৩) বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর ভাষার নাম ‘আচিক খুশিক’?
উত্তর: গারো
১৪) ঢাকার ধোলাই খাল কে খনন করেন?
উত্তর: ইসলাম খান
১৫) I can not___ to pay such high prices.
উত্তর: afford
১৬) এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তর: ৮০ টাকা
১৭) একটি শেয়ারের মূল্য ২৫% বেড়ে গেল। আজকে ২৫% কমলো বারা কুমার হার কত?
উত্তর: ৬.২৫
১৮) শুদ্ধ বাক্য কোনটি?
উত্তর: তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব।
১৯) ৮% সরল মুনাফায় ৬,০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০,০০০ টাকায় ৩ বছরে ঐ মুনাফা কত?
উত্তর: ০.০৮
২০) “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: শেখ মুজিবুর রহমান।
২১) The synonym of sanguine is
উত্তর: cheerful
২২) The synonym of ‘stringent’ is-
উত্তর: rigorous
২৩) At least one of the students___full marks every time.
উত্তর: gets
২৪) শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে”- বাক্যে “পাঠে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অধিকরণে সপ্তমী
২৫) All of the people at the conference are-
উত্তর: mathematics teachers prebd. com
২৬) ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
উত্তর: ২
২৭) সাপের বিষে কি থাকে?
উত্তর: জিংক সালফাইড
২৮) ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়?
উত্তর: ১৬৭
২৯) “কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো”-
উত্তর: The authority took him to task.
৩০) The ambassador called__the president.
উত্তর: on
৩১) স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা-
উত্তর: ১ টি
৩২) সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
উত্তর: ৮
৩৩) শশ ব্যস্ত কোন সমাস?
উত্তর: কর্মধারয় সমাস
৩৪) একটি সংখ্যা থেকে ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
উত্তর: ৫০
৩৫) Choose the correctly spelt word-
উত্তর: Voluntary
৩৬) “সর্বজন”-এর বিশেষণ কী?
উত্তর: সর্বজনীন
৩৭) কোন মানুষ একা বাস করতে পারে না”- সঠিক ইংরেজি কী?
উত্তর: No man can live alone.
৩৮) What is the adjective of the word “Heart”?
উত্তর: Hearty, Heartening (দুটোই সঠিক)
৩৯) “Look before you leap”-
উত্তর: ভাবিয়া করিও কাজ
৪০) Ambiguous means-
উত্তর: unclear
৪১) “পক্ষী” শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
উত্তর: ক+ষ
৪২) প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
উত্তর: ২ ফেব্রুয়ারি
৪৩) ‘Dog days’ means- prebd. com
উত্তর: hot weather
৪৪) এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘন্টায় ৬ কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলো। যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?
উত্তর: ৭.৫
৪৫) মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর: ৭টি
৪৬) y এর মান কত হলে 16x^2 – xy + 25 একটি পূর্ণবর্গ রাশি হবে?
উত্তর: 40 (অপশনে সঠিক উত্তর নেই)
৪৭) শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?
উত্তর: ত্রিভুজ
৪৮) “পরাজয়ের” শব্দটিতে কোনটি উপসর্গ?
উত্তর: পরা
৪৯) ‘উগ্র’ শব্দের বিপরীতার্থক কোনটি?
উত্তর: সৌম্য
৫০) ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
উত্তর: ০.০২৫
৫১) ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ___ ধারাটির পরের সংখ্যাটি কত?
উত্তর: ৫৫
৫২) ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
উত্তর: ৫
৫৩) সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
উত্তর: ১৩:১২:৫
৫৪) “চারটা বাজলে স্কুল ছুটি হবে”- বাক্যে ‘বাজলে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: সম্ভাব্যতা
৫৫) কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
উত্তর: ১২
৫৬) Choose the correct sentence-
উত্তর: Each of the three boys got a prize.
৫৭) ৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরতে ৫ মিনিট সময় লাগায়। ১০০টি বিড়াল ১০০টি ইদুর ধরতে কত মিনিট সময় লাগাবে?
উত্তর: ৫ মিনিট
৫৮) কত মেগা বাইটে ১ গিগাবাইট?
উত্তর: ২^১০
৫৯) যদি ১৫ জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা ৮০ নম্বর এবং ১০ জন গড়ে শতকরা ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
উত্তর: ৮৪
৬০) মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা দেয়?
উত্তর: পাল তাম্র শাসন আমলে
৬১) বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?
উত্তর: আকাঙ্খা
৬২) তিলে তৈল হয়”- কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অপাদান কারকে সপ্তমী
৬৩) কোনগুলো ওষ্ঠ্য ধ্বনি?
উত্তর: প, ফ, ভ, ব, ম
৬৪) মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ক্যাপ্টেন এম মনসুর আলী
৬৫) কচুরিপানা পানিতে ভাসে কেন?
উত্তর: কাণ্ড ফাপা বলে
৬৬) নিচের কোনটি প্রবাল দ্বীপ?
উত্তর: সেন্টমার্টিন
৬৭) স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: ২ জন
৬৮) x – 1/x = 2 হলে x^4 – 1/x^4 = কত?
উত্তর: 34
৬৯) Counsel means-
উত্তর: advice
৭০) ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর। তাদের বাবার বয়স কত?
উত্তর: ৫২
৭১) কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
উত্তর: শ্রীলংকা
৭২) কোনটি যৌগিক বাক্য?
উত্তর: তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব।
৭৩) বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন-
উত্তর: ইখতিআর উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি
৭৪) Which one is plural?
উত্তর: None of these
৭৫) After: Before
উত্তর: successor: predecessor
৭৬) নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
উত্তর: আমি সাক্ষ্য দিয়েছি।
৭৭) কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোন বিষয়কে ইউনেসকো World Intellectual Heritage Register- এ তালিকাভুক্ত করে?
উত্তর: ২০১৭
৭৮) ৬ ফুট দীর্ঘ বাঁশের ৪ ফুট ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
উত্তর: ৯৬
৭৯) সংবিধানের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: সম+বিধান
৮০) কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?
উত্তর: ১৯৯০ সালের ২৬ শে জানুয়ারি