নিজেই উত্তর খুজে নিনঃ
১. বীমা ৯ম গ্রেড, অডিটর ১১ তম গ্রেডের জব। যে জব করতে আপনি আগ্রহী তাতেই পরীক্ষা দিবেন।
২. বীমাতে পদ সংখ্যা ৩৩, অডিটরে ২১৬. পদ বেশি মানে জব পাওয়ার সম্ভাবনা বেশি তবে অডিটর তুলনামূলক নিচু গ্রেডের জব সেটাও মাথায় রাখতে হবে।
৩. বীমা প্রশ্ন করবে ব্যাংকিং ডিপার্টমেন্ট যার প্রশ্ন একটু সহজ হয়, অন্য দিকে IBA অডিটরের প্রশ্ন করবে যা একটু কঠিন হবে।
৪. অডিটরে শুধু MCQ হবে কিন্তু বীমাতে MCQ+ Written হবে। সহজ প্রশ্ন হবে তাই MCQ তে অনেক ভাল নম্বর না পেলে রিটেন খাতা দেখবে না। আবার রিটেন প্রস্তুতি ভাল না থাকলে বীমাতে পরীক্ষা দিয়ে কোন লাভ নাই!!!
#পরীক্ষা আপনার, স্বীদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
Courtesy: Jafor Iqbal Ansary
২. বীমাতে পদ সংখ্যা ৩৩, অডিটরে ২১৬. পদ বেশি মানে জব পাওয়ার সম্ভাবনা বেশি তবে অডিটর তুলনামূলক নিচু গ্রেডের জব সেটাও মাথায় রাখতে হবে।
৩. বীমা প্রশ্ন করবে ব্যাংকিং ডিপার্টমেন্ট যার প্রশ্ন একটু সহজ হয়, অন্য দিকে IBA অডিটরের প্রশ্ন করবে যা একটু কঠিন হবে।
৪. অডিটরে শুধু MCQ হবে কিন্তু বীমাতে MCQ+ Written হবে। সহজ প্রশ্ন হবে তাই MCQ তে অনেক ভাল নম্বর না পেলে রিটেন খাতা দেখবে না। আবার রিটেন প্রস্তুতি ভাল না থাকলে বীমাতে পরীক্ষা দিয়ে কোন লাভ নাই!!!
#পরীক্ষা আপনার, স্বীদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
Courtesy: Jafor Iqbal Ansary