CGDF এর অডিটর সম্পূর্ন সরকারি চাকরি।
এখানে চাকরিজীবীরা পুলিশ ও সেনাবাহিনীর মতন রেশন ও পেয়ে থাকে। প্রমোশন সুবিধা ভালো। এর উপরের পদ গুলো গ্যাজেটেড পদ। পদোন্নতির ধাপ সমূহ সুপারিন্টেডেন্ট, অডিট এন্ড একাউন্টস অফিসার, ডেপুটি ডিরেক্টর এমনকি ডিরেক্টর পর্যন্ত হতে পারে অনেকে। চাকরিতে পাওয়ার(ক্ষমতা) আছে। এই ডিপার্টমেন্টের লোকদের সবাই সমীহ করে চলে। বলা যায় না হয়তো দেখা যাবে একদিন আপনিই সাধারণ বিমা কর্পোরেশনে অডিট করতে যেতে পারেন। আর অডিটর পদটি ১০ম গ্রেড হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তারপর থেকে পিএসসির মাধ্যমে এই পদের নিয়োগ হবে। আর কোটা বাতিলের পরিপত্র অনুযায়ী ৯ম গ্রেড থেকে ১৩ তম গ্রেড পর্যন্ত চাকরিতে কোন কোটা প্রয়োগ হবে না।