অনেকের প্রশ্নে আজকে লিখছি ম্যাথ নিয়ে। একেবারে প্রিলি এবং রিটেন ম্যাথ দুইটির প্রাথমিক ধারণা দেয়ার জন্য একসাথে লিখছি। আমি এডমিনে প্রথম হয়েছিলাম আর এই স্বপ্ন পূরনে সবচেয়ে বেশি কাজে দিয়েছিল ম্যাথে আমার যে দক্ষতা ছিল সেটা। এটা আমার একটা বড় অস্ত্র হিসেবে ছিল। আমরা সবাই ম্যাথ পারি এবং করি। বাজারে এত্ত এত্ত বই আছে, কিন্তু একবার কি মনে জেগেছে কি শিখছি আমরা? বা কেনই বা শিখছি বা শিখার উপায় টা কি ঠিক হচ্ছে। এই কয়েকটা প্রশ্নের উত্তর জানা প্রতিটি ক্যান্ডিডেটের দরকার। আপনি বিভিন্ন বইয়ের থেকে কিছু সূত্র মুখস্ত করে হয়ত ভাবছেন কাজ শেষ, তাই না। কিন্তু আসলেই কি তাই? আপনি কি চাইলে পারেন না নিজেই সূত্র বানাতে! সূত্রগুলি কিন্তু কোন গাজাখুরি কথা না যে মন চাইল আর আপনি বানালেন। একবার নিজেকে জিজ্ঞেস করেন, আজ পর্যন্ত কয়টা সূত্র নিজে বুঝেছেন তার পর প্রয়োগ করেছেন। একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, কেন যোগ বা গুন করা হয়ে থাকে কতবার ভেবেছেন? আচ্ছা নিউটনের F=ma এর প্রাক্টিক্যাল ব্যাখ্যা দিতে কতবার চেয়েছেন, বলতে পারেন ভাই আমি সাইন্সের না। মজার বিষয় এটা বুঝার জন্য সাইন্স লাগে না। অথৈ সমুদ্রে পরে আপনি কূল দেখতে পাচ্ছেন না, তার মানে এই না যে কূল নেই। নিজের দেখার ক্ষমতা না বাড়ালে কিভাবে দেখবেন।যে অংক গুলো করবেন, সেগুলো নিয়ে খুব ভালোভাবে ভাববেন।অংকের কোন ফলাফল আনতে হবে, সেটা কতভাবে আনা যায়, ওই অংক সমাধান করতে যে ধাপগুলো পার হতে হয় ওইগুলো ভালভাবে বুঝতে হবে যেন অংক একটু ঘুরিয়ে দিলে সমাধান করা যায়। প্রতিটি সমুদ্রের কূল আছেই। প্রথমে পিএসসি এর সিলেবাস নিয়ে বসুন। বিগত কয়েকবছরের ম্যাথ, প্রিলি ও রিটেন, সলভ করুন। নিজেই নিজের সমস্যাগুলি বুঝতে পারবেন।এরপর দূর্বল দিকগুলিকে প্রাধান্য দিয়ে একটা গাইডলাইন বানান। ক্লাস ৭,৮,৯ এর ম্যাথ গুলি বেশি করে প্রাক্টিস করবেন। তবে ৯ম শ্রেনীর উচ্চতর গনিতের কিছু জিনিস জানা থাকলে আপনাকে এক্সাম হলে অনেক কনফিডেন্স দেবে। যেমন ধরুন a থেকে b এর distance 30 km ও b থেকে c এর distance 40 km হলে a থেকে c এর distance কত বললে অনেকেই বলেন ৭০ km. এবার আপনি বলেন, এটা কি সঠিক না কি না? একটু advance হলে ভাল। খান একাডেমী এর বাংলা টিউটেরিয়াল দেখতে পারেন। অনেক কাজে লাগবে। আমি বলছি বেসিক বুঝার জন্য khan academy is a GURU. আমার নিজের বেশ কিছু কাজ আছে, যা নিজের জন্য নোট করেছিলাম, আমি ধীরেধীরে এগুলি আপ্লোড দেব। এসবের পাশাপাশি বিসিএসের যাবতীয় ম্যাথ বুঝে বুঝে শেষ করে ফেলুন। পারলে IBA,DU এর কিছু ম্যাথ দেখবেন যেগুলো আপনার BCS exam এর সাথে সম্পর্কযুক্ত। এটাও আপনাদের ম্যাথ প্রস্তুতিকে আরেক ধাপ এগিয়ে নেবে আমি মনে করি।
এটুকুই আপাতত ম্যাথ নিয়ে প্রাথমিক ধারণা। পরবর্তীতে ম্যাথ নিয়ে বিস্তারিত লিখবো। কি কি বিষয় লেখালেখি করলে আপনাদের উপকার হবে বলে মনে করেন, মতামত জানাবেন। আমি চেস্টা করব।
যুদ্ধের ময়দানে অস্ত্রের ধার কথায় না, ফেসবুকে না, কেবল শত্রুর রক্তের স্রোতধারায় প্রমানিত হয়। তেমনি আপনার শাণিত মেধার প্রকাশ পাবে চাকুরীর পরীক্ষার যুদ্ধে ………….
The ultimate victory in competition is derived from the inner satisfaction of knowing that you have done your best and that you have gotten the most out of what you had to give.
সবার জন্য শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *