ব্যাংক প্রিপারেশন.. কম সময়ে ও কম পরিশ্রমে সফল হবার চেষ্টা। আমি যেমনটা করেছিলাম।

প্রিলির জন্য

১. আরিফুর রহমান Govt Bank Job

২. প্রিভিয়ার ইয়ারের সকল ভোকাবুলারি উইথ সিনোনিম ও এনটোনিম। পাশাপাশি সাইফুরস বইটা।
কারণ ইংরেজি বেশির ভাগ ভোকাবুলারি বেসড প্রশ্ন হয়।
ভোকাবুলারি আমি নোট করে বার বার পড়তাম। যেটা পড়বেন সেটা যেন মনে থাকে সেভাবে পড়তে হবে। বেশি পড়লাম মনে রাখতে পারলাম না। এমন যেন না হয়। ভোকাবুলারি ব্যাংকের জন্য মেইন।

৩. Competitive Exam বইটা গ্রামারের জন্য।

৪. ম্যাথ মেক্সিমাম টাইম বেশি করতাম না। প্রিলির ম্যাথ পারা যেত। তবে আগারওয়ালের বইটা করলে প্রিলি ও রিটেন কাভার হবার কথা।

৫. সাধারণ জ্ঞান এর জন্য Mp3 + পরীক্ষা যে মাসে সে মাস সহ আগের তিন মাসের কারেন্ট ওয়ার্ল্ড বা affairs.

৬. কম্পিউটার এর জন্য ইজি কম্পিউটার। এছাড়াও নেট বেসড কিছু ওয়েবসাইট আছে তা থেকে পড়তে পারেন।

অন্যদিন রিটেন নিয়ে লিখব যদি আপনারা মনে করেন আপনাদের উপকার হবে।

মোঃ সাইফুল ইসলাম

৩৭ ট্রেইনি ক্যাডেট সাব ইন্সপেক্টর

Recommended Sonali Bank Officer

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top