ব্যাংক জব প্রস্তুতি
বর্তমানে চাকরি বাজারে আস্ট পরতে পরতে জড়িয়ে থাকলেও শোনা যাচ্ছে সামনে রূপালি(অফিসার), পিকেবি (দুইটা), এমনকি বাংলাদেশ ব্যাংক (অফিসারের) টেন্ডার পেতে যাচ্ছে আর্টস। তাই এই মুহূর্ত থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনাকে কাঙ্কিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।
বাংলাঃ বাংলা প্রশ্ন তুলনামুলক অনেক কঠিন হয়। কোথা থেকে প্রশ্ন করে তা তারাও জানে কিনা সন্দেহ আছে। বিগত পরীক্ষার প্রশ্ন এনালাইসিসে বলা যায়,
ব্যাকরণ অংশ থেকে
_ণ ত্ব বিধান/ষ ত্ব বিধান
_ যতিচিহ্নের ব্যবহার
_অব্যয়
_ পদ
_ সমাস
_ বাক্য
_এক কথায় প্রকাশ।
_প্রতিশব্দ/সমার্থক শব্দ
_প্রবাদ প্রবচন
#এক্ষেত্রে ফলো করা যেতে পারে;
১. নবম- দশম শ্রেণির গ্রামার বই।
২. সৌমিত্র শেখর।
তাছাড়া, নিয়মিত পত্রিকা পড়ার সময় বিভিন্ন তথ্যবহুল ডাটা+ অচেনা শব্দের অর্থ ও নোট করে রাখা যায়। পরবর্তীতে এসব আপনার ফোকাস রাইটিং ও সাহায্য করবে।
#ইংরেজিঃ এ অংশে ভালো করতে হলে নিয়মিত অনুশীলন করা জরুরী। এই পার্টে আপনি ভালো করতে পারবেন যদি নিয়ম মেনে পড়াশোনা করেন।
কি কি প্রশ্ন আসতে পারে?
1. Vocabulary based(2/3)
2. Analogy.(1/2)
3. Connectors/Linking word.(1/2)
4. Proverb(1)
5. Spelling(1/2)
6. Voice(1) (Android app: Job Circular)
7. Narration(1)
8. One word substitution (1)
9. Literature term (simile, presentiment etc. type)
#রেফারেন্সের জন্যে কয়েকটা বই দেখা যেতে পারে।
ভকেবুলারীর জন্যে;
Arifur’s Bank vocabulary/Word smart/Saifurs
#Analogy:
Arifurs bank vocabulary / Masters
#Connectors:
H.S.C(নবদূত)
#Proverb:
Master’s /Competitive exam
#Spelling:+One word:
Examveda /Indiabix + Group file section
#Voice+Narration: PC Das
#Literary terms: বিসিএসের সাহিত্যের জন্যে যে বইটা পড়েছেন সেখান থেকেই টার্মগুলা দেখে নিলেই হবে।
গণিতঃ এই অংশের প্রস্তুতি তুলনামূলক কম। প্রিভিয়াস প্রশ্ন ভালো করে ঘাটুন। ১৫/১৬ টা কমন পাবেন।
#Important Chapter:
1. Real numbers, How to find real root.
2.Number system.
3. Algebra(2/1)
4. Percentage.
5. Trigonometry
6. Geometry
7. Series.
8. Height and distance.
9.Arithmetic progression
10. Probability
11. Straight line.
12. Logarithm
13. Permutation & combination
14. Inequalities
15. Profit & loss
#জিকেঃ
নিয়মিত পেপার পড়ুন। পরীক্ষা অনুষ্ঠিত হবার আগের তিনমাস কারেন্ট এফায়ের্স লাগবে। ডিপ কোয়েশ্চন করা হয়। তাই শুধু সাম্প্রাতিক ৫০ টা প্রশ্ন যথেষ্ট নয়। পুরো কারেন্ট এফায়ের্সই দেখতে হবে। পাশাপাশি বিভিন্ন দেশের পূর্বতন নাম/মুক্তিযুদ্ধ/বিভিন্ন দিবসের প্রতিপাদ্য বিষয়/ জাতিসংঘের বিভিন্ন স্লোগান/অর্থনৈতিক সমীক্ষা ইত্যাদি থেকেও প্রশ্ন আসতে দেখা গেছে।
#কম্পিউটারঃ
_প্রিভিয়াস প্রশ্ন।
_ইজি কম্পিউটার
_এক্সামভেডা ওয়েবসাইট
By: Md. Hasanat Hussain