আছে ৮ ÷৬ =৬৪৩৬, এটাও তো সাধারণ হিসেবে যায়না। ফিরে যায় প্রথম স্টেপে, ৯÷৭= ৮১৪৯ দেয়া আছে। কিভাবে মিলাবেন এটি? আচ্ছা ৯÷৭ এর ৯ কে বর্গ করলে অর্থাৎ ৯ কে ৯ দ্বারা গুন করলে হয় ৮১ এবং ৭ কে বর্গ করলে অর্থাৎ ৭ কে ৭ দ্বারা গুন করলে হয় ৪৯। এবার ৯ ও ৭ এর বর্গ দু’টি পাশাপাশি বসালে হয় ৮১৪৯। ইয়েস, মিলে গেল। ৯÷৭ = ৮১৪৯ দেয়া ছিল, এক্ষেত্রে যে দু’টি সংখ্যা ভাগ করতে বলা হল, সে দুটি সংখ্যা বর্গ করে পাশাপাশি বসালেই সমানের ডানপাশের সংখ্যার সাথে মিলএ যায়। এবার সিরিজটা আসলে ঠিক কি না সেটা বুঝার জন্য প্রশ্নের ২য় স্টেপ একই ফর্মুলায় করে দেখি।
:
২য় ধাপে দেয়া আছে ৮÷ ৬= ৬৪৩৬, এক্ষেত্রেও যে দুটি সংখ্যা ভাগ করতে বলা হল সেদুটি সংখ্যার বর্গ করুন। প্রথমে দেয়া আছে ৮, তাহলে ৮ এর বর্গ অর্থাৎ ৮কে ৮ দ্বারা গুন করলে হয় ৬৪, এবং ৬ এর বর্গ অর্থাৎ ৬ কে ৬ দ্বারা গুন করলে হয় ৩৬, এবার বর্গ দুটি পাশাপাশি বসালে হয় ৬৪৩৬, ইয়েস ২য় স্টেপে দেয়া ৮÷ ৬= ৬৪৩৬ এর সাথে আমাদের হিসেব মিলে গেল।
:
এবার আসুন মুল প্রশ্নে যায় অর্থাৎ যেটি বের করতে বলা হল সেখানে যায়। মুল প্রশ্নটা হল ৩÷ ২ = কত? উপরের আবিষ্কৃত সুত্রের সাথে মিল রেখে নিজেই করে নিন। প্রথমে দেয়া আছে ৩, তাহলে ৩ এর বর্গ অর্থাৎ ৩ কে ৩ দ্বারা গুন করলে হয় ৯, ২ এর বর্গ অর্থাৎ ২কে ২ দ্বারা গুন করলে হয় ৪। এবার পাশাপাশি সংখ্যা দুটি বসালে হয় ৯৪। প্রদত্ত অপশনে এবার ৯৪ আছে কি না দেখুন। হ্যা, অপশন (ক) তে ৯৪ আছে। তাহলে সেটিই উত্তর।
:
২য় ধাপে দেয়া আছে ৮÷ ৬= ৬৪৩৬, এক্ষেত্রেও যে দুটি সংখ্যা ভাগ করতে বলা হল সেদুটি সংখ্যার বর্গ করুন। প্রথমে দেয়া আছে ৮, তাহলে ৮ এর বর্গ অর্থাৎ ৮কে ৮ দ্বারা গুন করলে হয় ৬৪, এবং ৬ এর বর্গ অর্থাৎ ৬ কে ৬ দ্বারা গুন করলে হয় ৩৬, এবার বর্গ দুটি পাশাপাশি বসালে হয় ৬৪৩৬, ইয়েস ২য় স্টেপে দেয়া ৮÷ ৬= ৬৪৩৬ এর সাথে আমাদের হিসেব মিলে গেল।
:
এবার আসুন মুল প্রশ্নে যায় অর্থাৎ যেটি বের করতে বলা হল সেখানে যায়। মুল প্রশ্নটা হল ৩÷ ২ = কত? উপরের আবিষ্কৃত সুত্রের সাথে মিল রেখে নিজেই করে নিন। প্রথমে দেয়া আছে ৩, তাহলে ৩ এর বর্গ অর্থাৎ ৩ কে ৩ দ্বারা গুন করলে হয় ৯, ২ এর বর্গ অর্থাৎ ২কে ২ দ্বারা গুন করলে হয় ৪। এবার পাশাপাশি সংখ্যা দুটি বসালে হয় ৯৪। প্রদত্ত অপশনে এবার ৯৪ আছে কি না দেখুন। হ্যা, অপশন (ক) তে ৯৪ আছে। তাহলে সেটিই উত্তর।
[“সাধারণ জ্ঞানের অসাধারণ কৌশলঃ সত্যজিৎ চক্রবর্ত্তী ” নাম ও শিরোনামে লেখাগুলো শুধু তাদের জন্য, যারা কমন ইস্যুগুলো পরীক্ষায় বারবার আসার পর ও মনে রাখতে পারেন না।]
_____________________
Satyajit Chakraborty
Writer, Public Speaker & Corporate Trainer
Founder, Bangladesh Career Club
Ex-president, Social Law Awareness Association
_____________________
Satyajit Chakraborty
Writer, Public Speaker & Corporate Trainer
Founder, Bangladesh Career Club
Ex-president, Social Law Awareness Association