প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা, ১০ অক্টোবর ২০১৯

ভাইভা বোর্ডে তিনজন সদস্য ছিল


শুধু প্রশ্নগুলো লিখে দিলাম
১ম পরীক্ষক:
১. কোন বিষয়ে পড়াশুনা করছেন?
২. কোথায় পড়াশুনা করছেন?
৩.আমি চাঁদপুর সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স পাস করেছি এটার ইংরেজি বলেন
৪.কয়েকজন ভাষা শহীদের নাম বলেন
৬.হ্যামলেট কার লেখা
৭.আমি গনিতে ভালো এর ইংরেজি বলেন
৮.বেগম রোকেয়া কে ছিলেন? তার দুটি গ্রন্থের নাম বলেন
৯.৬৯এর গণঅভ্যুত্থানের শহীদের নাম বলেন
১০.পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এর ইংরেজি বলেন
১১.পেয়াজের দাম ৮০ টাকা কেজি হলে ৩০০ গ্রামের দাম কত?
২য় পরীক্ষক:
১২. বঙ্গবন্ধু কত তারিখে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পায়?
১৩.বঙ্গবন্ধু কত তারিখে বাংলাদেশে ফিরে আসেন
৩য় পরীক্ষক:
১৪.সমকোনী ত্রিভুজ কাকে বলে?
১৫.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ?
১৬.বঙ্গবন্ধুর মায়ের নাম কি ছিল?
আরেকটা প্রশ্ন করছিল কিন্তু সেটা এই মুহূর্তে মনে করতে পারছি না
আমি ১২ টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলাম, ২টা কনফিউজড ছিল এবং বাকিগুলো পারিনি বলে সরি বলতে হয়েছে।।
দোয়া করবেন আমার জন্য
,
যাদের ভাইভা হয়নি তাদের জন্য শুভ কামনা রইল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top