ব্যাংক লিখিত পরিক্ষায় কিভাবে খাতা দেখে এবং কোন ধরনের প্রশ্নে কেমন মার্কিং করে

লেখকঃ  মো: মাহাবুর রহমান, অফিসার (সুপারিশকৃত), বাংলাদেশ কৃষি ব্যাংক।

কৃষি ব্যাংকে (অফিসার) আমার ভাইভার দিনে কনফারেন্স রুমে যিনি খাতা চেক করতেছিলেন তার পিছনে আমি আর আমার এক ফ্রেন্ড বসে খাতার দিকে মনোযোগ দিয়ে দেখতেছিলাম আসলে কেমন মার্কিং করেছে তা দেখার জন্য।

যা দেখলাম তা হল,
১.ম্যাথে পারসিয়াল মার্কিং করে না। হয় ১০না হলে দেখলাম ০ দিয়েছে।
২.এপ্লিকেশনে দেখলাম কাউকে ১৫দিয়েছে আবার কাউকে ৫ দিয়েছে।
৩।একইভাবে অনুবাদে ১৮-২০ আবার কাউকে ৭-৮ দিয়েছে।
৪।ফোকাস রাইটিং এ বেশ ভাল মার্ক দিয়েছে দেখলাম।

যা মনে হল শুধু ম্যাথ ব্যাংকের নিয়ামক না।অনেকের ৩-৪টা ম্যাথ হলেও ভাইভা দিয়েছে।অনেকে ৭টা ম্যাথ হওয়ার পরও জব হয় নাই কৃষি ব্যাংক অফিসারে।

আমার ম্যাথ ৬টা হয়েছিল।বাকিটা ভালই লিখছিলাম।বিসিএস পড়ার জন্য তথ্য খারাপ ছিল না স্টকে।আলহামদুলিল্লাহ্ রেজাল্ট আসছে।

সো ম্যাথ ৭টা ম্যাথ হলেও আপনি জব পাবেন না যদিনা অন্যদিকে ভাল না লিখতে পারেন।
আবার ৫টা ম্যাথ প্লাস অন্যদিক ভাল হলে জব পাবেন আপনি ইনসআল্লাহ।হয়েছেও কয়েকজনের কৃষি ব্যাংক অফিসারে যারা আমার পরিচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top