পরীক্ষাঃ ৮ নভেম্বর ২০১৯

#Exam_Taker:MIST
যতটুকু মনে আছে।….
#সাধারণ_জ্ঞান
১।মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা লিখুন।
২।রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্ব এবং বিরূপ প্রক্রিয়া কীরকম প্রভাব ফেলবে তার তুলনামূলক আলোচনা।
৩।মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণে করণীয়।
৪।রোহিঙ্গা প্রত্যাবাসনে করণীয়।

#বাংলা
১।সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ঢাবিতে পড়া ছোট ভাইকে পত্র লিখুন।
২।ভাব সম্প্রসারণঃ
“জ্ঞান যেখানে সীমাবদ্ধ……।” অথবা
“শৈবাল দীঘিরে………।”
৩।বাগধারা(যে কোন ৫ টি):আক্কেল সেলামী,তালপাতার সেপাই,তাসের ঘর,অনুরোধে ঢেঁকি গেলা,একাদশে বৃহস্পতি,অক্কা পাওয়া।

#English
1.Passage:The railroad…..৫ টা এমসিকিউ।
2.Why do you want to join NSI?write in 100 words.
3.Write a letter to your friend living in Australia describing the winter season in Bangladesh.

#Math
১।১ মিটার গভীর একটি খোলা বর্গাকার চৌবাচ্চায় ৪০০০ লিটার পানি ধরে।এর তলার দৈর্ঘ্য কত?
২।উৎপাদকে বিশ্লেষণ:
(ক)8x^2-4x-1
(খ)ax^2+(a^2+1)x+a

Courtesy:- আসিফুর রহমান

১ মিটার গভীর একটি খোলা বর্গাকার চৌবাচ্চায় ৪০০০ লিটার পানি ধরে।এর তলার দৈর্ঘ্য কত?
Volume of the tank is (4000/1000)=4m³
We know, L×B×H=4
Here, L=B,H=1 m
So, B×B×1=4
=>B=2
Answer 2 m
২।উৎপাদকে বিশ্লেষণ:
(ক)8x²-4x-1
=1/2(16x²-8x-2)
=1/2[(4x)²-2.4x.1+1²-3]
=[(4x-1)²-√3²]/2
=>(4x-1+√3)(4x-1-√3)/2
(খ)ax²+(a^2+1)x+a।
=ax²+a²x+x+a
=ax(x+a)+1(x+1)
=(x+a)(ax+1)
– Solution: Magic of Math(MoM)