একটা ভাল কিছু পেতে ২/৩ বছরের পরিশ্রাম খুব নগন্য মনে হচ্ছে এখন

মার্চের ৬ তারিখ বিকেলে লক্ষ বেকারের মত ফাটা হৃদয় নিয়ে ব্যাংকের নতুন সার্কুলার ও স্থগিত সার্কুলারের এডমিটগুলা আলাদা করে রেখে দিচ্ছিলাম। আংগুল দিয়ে গুনতে গুনতে দেখলাম এ সময় অবধি আমি সরকারি ব্যাংকের পরীক্ষা দিতে পারবো ৬ টা। অনেকগুলা আলাদা সুযোগ মিলবে সোনার হরিণ বশ করবার। এগুলা ভেবেও আর ভাল লাগছিল না।

পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে প্রায় ২ বছর। বাড়ির বড় ছেলে হিসেবে টেনশন বেড়ে ঘামতে থাকি মাঝে মাঝেই। না জানি আমার জন্যেই ছোট ভাই বোনের ক্যারিয়ারের উপর প্রভাব পরে! প্রতিদিনের মত সেদিনও হাজারটা হতাশায় ডুবে ছিলাম। হঠাৎ একটা ফোন আসলো, বাংলাদেশ ব্যাংকের রেজালট হইছে! তোর কি খবর? ন্যানো সেকেন্ডেই বুকের ভেতরটা মোচর দিয়ে উঠলো!  এমনিতেই বিকেলে কেউ ফোন করলেই মনে হত এই বুঝি কিছু একটার রেজাল্ট হলো! ফোন রেখেই রেজাল্টের  পিডিএফটায় ঠিক নিচ থেকেই চোখ বুলাতে লাগলাম। ১৯/২০ লাইনের রোলের সারিতে নিজের রোলটা খুব মনোযোগ দিয়ে খুজতেছিলাম। সার্স দিয়ে নিমিষেই দেখে নিতে পারতাম কিন্তু ‘নো ম্যাচেস ফাউন্ড’ দেখার ভয়ে সাহস করিনাই। নিচ থেকে লাইন বাই লাইন উপরে উঠতে থাকি আর হতাশার বোঝা বাড়তেই থাকে বাড়তেই থাকে! সিংহভাগ রোলই দেখা প্রায় শেষ হঠাৎ মনে হলো এইতো আমার রোল!!
বুকের ভেতর আবারো একটা মোচর দিয়ে উঠলো!!
হাত পা এবার আর স্থির থাকতে পারলো না। কাপাকাপির মাঝেই আরো ৩/৪ বার রোল আর রেজাল্ট শিট মিলিয়ে নিলাম। বুঝতে পারলাম প্রায় ২ বছরের তিক্ত যন্ত্রনার অবসান ঘটলো। এ কিছুদিন আমার অনেকটা ঘোরের মধ্যেই কাটছে, সত্যিই কি চাকরিটা হলো?

আমি হাল ছাড়িনি! লেগে ছিলাম। সিনিয়রদের দেখে শিখেছিলাম তারা কেমন আঠার মত লেগে থাকে। একটা ভাল কিছু পেতে ২/৩ বছরের পরিশ্রাম খুব নগন্য মনে হচ্ছে এখন। সবারই হয়তো আমার মতই লাগে।
আমার কিছু আশা-হতাশার গল্পঃ
  1. Pubali Bank Cash- Preliminary failed
  2. Islami Bank Cash-Finally not Selected
  3. Probashi kallan Bank Officer- Written Failed
  4. Probashi kallan Bank SO-Written Failed
  5. Probashi kallan Bank Cash- Preliminary Failed
  6. Rupali Bank Cash-Written Failed
  7. 3 Bank SO- preliminary Failed
  8. Bangladesh Bank AD- Written Failed
  9. 2 Bank Officer- Finally not Selected
  10. Bangladesh Bank Officer- Primarily Selected
  11. 7 Bank SO- Viva pending
  12. 5 Bank Officer – Viva Pending
  13. 3 Bank Cash- Viva 12/03/18 ( will not attend)
  14. 38 BCS -written Pending (লেখাটি আগের)
আশা হতাশার মাঝে ডুবে ডুবে অবশেষে শেষ হাসিটুকু হাসার জন্যেই অধির আগ্রহে প্রহর গুনতাম। সে প্রহরের সমাপ্তি দীর্ঘ হলেও এখন মধুর মনে হয়।
লেগে থাকলে হবেই হবে। এই ধ্যানে লেগে থাকেন সফলতা আসবেই আসবে ইনশাল্লাহ।।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা।।
দোয়া করবেন আমার জন্যেও।
– এম  মাহবুবুর রহমান