পদক পাওয়া বিশিষ্ট নাগরিকেরা হলেন:
- মরহুম আমিনুল ইসলাম বাদশা (ভাষা আন্দোলনে)
- ডালিয়া নওশিন (শিল্পকলায় (সংগীত))
- শঙ্কর রায় (শিল্পকলায় (সংগীত))
- মিতা হক (শিল্পকলায় (সংগীত))
- মো. গোলাম মোস্তফা খান (শিল্পকলায় (নৃত্য))
- এস এম মহসীন (অভিনয়ে)
- অধ্যাপক শিল্পী ফরিদা জামান (চারুকলায়)
- মরহুম হাজী আক্তার সরদার (মুক্তিযুদ্ধে)
- মরহুম আব্দুল জব্বার (মুক্তিযুদ্ধে)
- মরহুম ডা. আ আ ম. মেসবাহহুল হক (বাচ্চু ডাক্তার) (মুক্তিযুদ্ধে)
- জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর) (সাংবাদিকতায়)
- ড. জাহাঙ্গীর আলম (গবেষণায়)
- হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ। (গবেষণায়)
- অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া (শিক্ষায়)
- অধ্যাপক শামসুল আলম (অর্থনীতিতে)
- সুফি মোহাম্মদ মিজানুর রহমান (সমাজসেবায়)
- নুরুন নবী (ভাষা ও সাহিত্যে)
- মরহুম সিকদার আমিনুল হক (ভাষা ও সাহিত্যে)
- বেগম নাজমুন নেসা পিয়ারি (ভাষা ও সাহিত্যে)
- অধ্যাপক সায়েরা আখতার (চিকিৎসায়)
- গবেষণায় প্রতিষ্ঠান হিসেবে একুশে পদক পাচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।