পরীক্ষাঃ ১৫ ফেব্রুয়ারি ২০২০
200 Marks, 4 hours
Part 1
1. সহকারী পরিচালক পদে চাকরির আবেদন কভার লেটার ইংরেজিতে।
২. Cyber crime and corruption
৩. দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধই শ্রেয় আপনার মতামত দিন।
৪. বিশ্বায়ন ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন করলেও মানব জাতির জন্য হুমকিস্বরূপ আপনার মতামত দিন।
৫. জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূমিকা ও অবদান।
৬. অনুবাদ বাংলা টু ইংরেজি
৭. অনুবাদ ইংরেজি টু বাংলা
৮. টিকাঃ বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব, সনেট, ম্যাগনাকার্টা, মানব উন্নয়ন সূচক, ICJ
১০. সংক্ষিপ্ত প্রশ্নঃ
- ১. ২ নং সেক্টরের সেক্টর কমান্ডারদের নাম।
- ২. আমি বিজয় দেখেছি রচয়িতা কে?
- ৩. UNCAC পূর্ণরূপ কী?
- ৪. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
- ৫. বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
Part 2
১১. সবুজ অর্থনীতি কী? সবুজ অর্থনীতি বিকাশের খাতসমূহ।
১২. ভিশন ২০৪১ কী, এর চ্যালেঞ্জগুলো বর্ণনা করো।
১৩. বাংলাদেশের পাঁচটি মেগা প্রকল্পের বর্ণনা কর।
১৪. রোহিঙ্গা সমস্যা সমাধানের সম্ভাবনা ও বাধাগুলো কী?
১৫. সংবিধানের কোন কোন অনুচ্ছেদ সংশোধনের অযোগ্য?
১৬. টিকাঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, UNESCO, NRC
১৭. সংক্ষিপ্ত প্রশ্নঃ
- ১. শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ?
- ২. ২০১৯ সালের মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ।
- ৩. www, http পূর্ণরূপ?
- ৪. UNHCR সদরদপ্তর কোথায়?
- ৫. ২০২২ বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
Courtesy: Md Palash ***************
ক পার্ট – নম্বর ১০০, সময় ২ ঘন্টা
১. সহকারী পরিচালক পদে চাকুরীর আবেদন কভার ফরমেট (ইংরেজিতে)
২. Cyber Crime and Corruption (Composition)
৩. দুর্নীতি প্রসঙ্গে প্রতিবেদন
৪. অনুবাদ বাংলা টু ইংরেজি
৫. অনুবাদ ইংরেজি টু বাংলা
৬. টীকাঃ NRC,
৭. রোহিঙ্গা সমস্যা
৮. শর্ট প্রশ্ন ৫ টি
৯. আন্তর্জাতিক শান্তিতে বাংলাদেশের ভুমিকা?
খ পার্ট
১০. সবুজ অর্থনীতি সম্পর্কে
১১. ভিশন ২০৪১
১২. টীকাঃ UNESCO,ম্যাগনাকাটা,সনেট।
১৩. শর্ট প্রশ্ন
সৌজন্যেঃ এমডি রয়েল হাসান