দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক (AD) পদের লিখিত পরীক্ষার প্রশ্ন- ২০২০

পরীক্ষার তারিখঃ ৬ মার্চ ২০২০

১. ব্লু ইকোনমি কি, বাংলাদেশের ব্লু ইকোনমির সমস্যা ও সম্ভাবনা?
২. শিল্পকারখানা তে যান্ত্রিকিকরন এর প্রভাব ও কর্মসংস্থান বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা?
৩. SDG অভীষ্ট কি কি, বাংলাদেশের গৃহীত পদক্ষেপ কি কি?
৪. Essay on mujib barsha
5. Impact of Brexit on EU and Bangladesh.
6.Zero Tolerance against Corruption সরকারের রাজনৈতিক অঙ্গীকার
৭. মনুষ্যসৃষ্ট দুর্যোগে মানুষের অকাল মৃত্যুর অন্যতম কারন দুনীর্তি, বাস্তব ঘটনার নিরিখে ব্যাখ্যা করো
৮. মধ্যপ্রাচ্যের সমস্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা মূল্যায়ন কর।
৯. বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক দিক আলোচনা করুন
* ১০+১৫= ২৫ টা শর্ট প্রশ্নে ৫০ নম্বর
* ২ টা অনুবাদে ২০ নম্বর

সংক্ষিপ্ত প্রশ্ন
১। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কতজন?- ১৫ জন
২। রাবনাবাদ চ্যানেল কোথায় অবস্থিত?-পায়রা বন্দর ( পটুয়াখালী)
৩। উইঘুর মুসলিমরা চীনের কোন প্রদেশে বাস করে?- জিনজিয়াং
৪। “রাইফেল রোটি আওরাত” উপন্যাসটি কার লিখা?- আনোয়ার পাশা
৫। “The Rape of Bangladesh” কার লেখা?- অ্যান্থনী মাসকারেণহাস (Anthony Mascarenhas)
৬। দুইটি ইউরেশিয়ান দেশের নাম লিখুন?- তুরস্ক ও রাশিয়া
৭। “Thunder of Dragon” বলা হয় কোন দেশকে?- ভুটান
৮। সর্বপ্রথম শহীদ হওয়া ভাষা সৈনিকের পূর্ণ নাম কি?- রফিকউদ্দিন আহমেদ
৯। সর্বশেষ ভাষা শহীদের মৃত্যু তারিখ কত?- আব্দুস সালাম
১০। OECD এর পূর্ণরূপ কি?- Organisation for Economic Co-operation and Development
১১। COP 15 কি?- Fifteenth session of the Conference of the Parties (COP 15),- United Nations Climate Change Conference
১২। NIS এর পূর্ণ রূপ কি?- National Security Intelligence
১৩। সম্প্রতি তালেবান ও আমেরিকার শান্তিচুক্তি হয় কোথায়?- কাতারের দোহা
১৪। Reuters এর সদর দপ্তর কোথায়? –  Canary Wharf, London, United Kingdom
১৫। CIB কোন দেশের গোয়েন্দা সংস্থা? INDIA (Crime Investigation Bureau)
১৬। মাদার তেরেসা কে ছিলেন?- একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক।
১৭। ইয়াংগুন কোন নদীর তীরে অবস্থিত?- ইরাবতী
১৮। নিরপেক্ষ দেশ বলা হয় কোন দেশ কে?- সুইজারল্যান্ড
১৯। অমর্ত সেন কোন বিষয়ে নোবেল পান?- অর্থনীতি ( ১৯৯৮ সালে)
২০। জাতির পিতার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বিধৃত হয়েছে?- অনুচ্ছেদ ৪ (ক)
২১।  গণহত্যা দিবস কবে?- ২৫ মার্চ
২২। WHO এর সদর দপ্তর কোথায়?- জেনেভা সুইজারল্যান্ড
২৩। হিব্রু সভ্যতা কোন নগরীতে গড়ে উঠেছিল?- ফিলিস্তিনের জেরুজালাম
২৪।  মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর কোনটি ছিল?- ১০ নং
২৫।  চারদিকে বেষ্টিত জলরাশিকে কি বলা হয়?- হ্রদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top