কখন বুঝবেন আপনার দ্বারা কিছু হবেনা!!

অনুপ্রেরণা


অতিমাত্রায় হতাশাঃ
যখন দেখবেন আপনার আশেপাশের অনেক বন্ধু-বান্ধবের জব হয়ে যাচ্ছে বাট আপনি কিছুই করতে পারছেননা তখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে,কিন্তু জেনে রাখুন অনেকেরই এমন রেকর্ড রয়েছে জীবনের শেষ পরীক্ষাতে জব হয়েছে।এমন ও দেখেছি জীবনে কোথাও টিকেনি বাট শেষ বিসিএস এ এসে ক্যাডার হয়ে গেছে।রিযিকের মালিক আল্লাহ্‌ তাই কখনো হতাশ হবেন না।
অলসতাঃ
আপনি যখন ভাবেছেন কাল থেকে শুরু করব,ভাববেন আপনার শুরুটা শুরুই থেকে যাবে,শেষ আর হবেনা।যে কাজটা আপনাকে করতেই হবে এখনি নয় কেন।অলসতা পরিত্যাগ করুন।
উইকনেস কাটিয়ে উঠতে না পারাঃ
আপনি ইংরেজিতে অথবা ম্যাথ এ খুব উইক,ভাবছেন আমার পক্ষে এটা অভারকাম করা সম্ভব না,কিন্তু আপনি নিজেই জানেননা আপনার পটেনশিয়াল সমন্ধে!আপনি চেষ্টা করেই দেখুন,সম্ভব খুব সম্ভব।
ডিপেন্ডেন্সি না কমানোঃ
কারো প্রতি কখনোই বেশি নির্ভরশীল হবেননা।এতে করে আপনার পথ থেমে যেতে পারে।আপনার সীমাবদ্ধতা বেড়ে যাবে।
নেতিবাচক মানুষের সাথে বন্ধুত্বঃ
নেতিবাচক মানুষকে এড়িয়ে চলুন,না হলে আপনাকে একসময় হতাশা উপহার দিবে।
আপনিও প্রতিভাবান কেউ শুধুমাত্র আবিষ্কার করার বাকি!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top