এস.এম. আলাউদ্দিন মাহমুদ। জুডিশিয়াল ম্যাজিট্রেট।
১। রেজাল্ট পজিটিভ হওয়ার সাথে সাথে আপনার চারপাশের লোকজন মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে এবং সবাই বলবে কত দোয়া করেছি তোমার জন্য। আমরা জানতাম তুমি ভাল কিছুই করবে জীবনে হ্যান তেন ইত্যাদি। বাস্তবে তারা কোন দিন আপনার জন্য দোয়া করবে দূরের কথা কীভাবে আপনাকে টেনে নিচে নামানো যায় সেই চেষ্টা করত সবসময়ই।
২। আপনার সাবেক জিএফ বা যে আপনাকে জীবনেও তেমন কেয়ার করত না সেও রাতে আপনাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করবে।
৩। যারা এডমিন হবেন তাদের নামের সাথে ম্যাজিস্ট্রেট শব্দটা যোগ হবে যেমন আমার নামের সাথে লেগে আছে । আপনার এই ম্যাজিস্ট্রেট শব্দটা ব্যবহার করে আপনার অপরিচিত মানুষ বলে বেড়াবে অমুক ম্যাজিস্ট্রেট আমার ভাইয়ের বন্ধু বা আমার বউয়ের মামাতো বোনের ভাই ইত্যাদি।
৪। সমাজে ছোট বড় এমন কোন অনুষ্ঠান নাই যে আপনাকে দাওয়াত দিবে না। সব অনুষ্ঠানে আপনি হবেন মধ্যমনি সবার।
৫৷ অনেক নতুন নতুন সুন্দরী মেয়ে আপনাকে নক দিবে তখন পরামর্শে জন্য আবার অনেকে বিয়ের জন্যও দিবে৷ সাবধান থাকবেন ভুলেও রেজাল্টের আবেগে কোন মেয়ের সাথে রিলেশনে জড়াবেন না। কমপক্ষে ৬ মাস জানা শুনার পর সিদ্ধান্ত নিবেন৷ আপনি তখন রাতারাতি সবার আইডল হয়ে যাবেন।
৬৷ যে মেয়ে আপুরা অবিবাহিত থাকাকালীন ক্যাডার হবেন তারা প্রত্যেকে অসংখ্য বিয়ের অফার পাবেন বড় বড় অফিসার থেকে৷ এবং আপনাদের জন্য অনেক প্রতিষ্ঠিত বর অপেক্ষা করছে এটা নিশ্চিত থাকুন।
৭৷ সবচেয়ে বড় জিনিস হল আপনার পরিবারের জন্য আপনি একটি সুন্দর পরিচিতি এনে দিতে পারবেন৷
৮৷ মাথা খুব শান্ত হয়ে যাবে কোন কথায় আপনার সহজে রাগ আসবে না ।
৯৷ রেজাল্টের রাতে আপনার একদম ঘুম হবে না। সারারাত বিভিন্ন জনের অভিনন্দনের রিপ্লাই দিতে দিতে শেষ হয়ে যাবে। এবং বিভিন্ন স্বপ্ন তখন উকি দিবে।
১০। সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে গেজেট হওয়ার আগ পর্যন্ত এলাকার কেউ বিশ্বাস করতে চাইবে না আপনার সত্যি ই জব হয়েছে। সবাই ভাববে আপনি ভুয়া কথা বলছেন। এবং গেজেট কখন হবে শুনতে শুনতে বুরিং হয়ে যাবেন।
১১। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে তখন ফেইসবুকে একটা গ্রপ খুলা হবে তখন ওই গ্রপে কলিগরা রেজাল্ট পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত মনের আবেগ প্রকাশ করবে। এবং আপনার তখন আলাদা একটা পরিবার ও সার্কেল হবে ।
১২। রেজাল্ট প্রকাশিত হবার আগ পর্যন্ত কেউ নিশ্চিত নয় কে কে ক্যাডার হচ্ছে। তাই এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন আপনার বাবা মার দোয়া এবং নিজে বেশি বেশি নফল ইবাদত করুন কারন দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়ে থাকে।
সবার জন্য শুভ কামনা রইল
কার্টিসিঃ এস.এম. আলাউদ্দিন মাহমুদ।
জুডিশিয়াল ম্যাজিট্রেট।