পড়াশোনা শুরু করার আগে বিগত বছরের প্রশ্নগুলো দেখেছি।
কোন ব্যাংক কোন টাইপের প্রশ্ন করে, সেটা নিয়ে বিস্তর সময় দিয়েছি। দেখলাম গণিত, ইংরেজি, মানসিক দক্ষতার ওপর বেশি প্রশ্ন আসে। সাধারণ জ্ঞানে প্রশ্ন আসে কম। হাতে বেশি সময় নেই। তাই প্রথমে সাধারণ জ্ঞানের চিন্তা বাদ দিলাম। আগে থেকেই গণিত ভালো পারতাম। ইংরেজিও দখলে ছিল। এ দুটি আবারও ঝালিয়ে নিলাম।
কালের কণ্ঠ, ১২.১২.১৮
