পরীক্ষাঃ ২৮ জুন ২০১৯

( 4021)
০১| সমজাতীয় একাধিক পদ পরস্পর থাকলে কোন বিরামচিহ্ন বসে?
উত্তর→কমা বসে
(যেমন সুখ,দুঃখ,আশা,নৈরাশ্য)
০২| সংলাপ এর সঠিক সন্ধি বিচ্ছেদ?
উত্তর→সম্+লাপ
তেমনি সম্+বাদ=সংবাদ
০৩| “আকাশে”চাঁদ উঠেছে “আকাশে”কোন কারকে কোন বিভক্তি?
উত্তর→অধিকরণে ৭মী
(আকাশের যে কোন এক জায়গায়)
০৪| তার টাকা আছে কিন্তু দান করেন না।কোন ধরনের বাক্য?
উত্তর→যৌগিক বাক্য
(কিন্তু,সুতরাং,এবং ইত্যাদি যৌগিক অব্যয়)
০৫| “কাজলকালো”এর সঠিক ব্যাসবাক্য কী?
উত্তর→কাজলের ন্যায় কালো।
(উপমান কর্মধারয় সমাস কারণ কাজল বিশেষ্য কালো বিশেষণ)
০৬| জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে কী বলে?
উত্তর→সম্মুখ স্বরধ্বনি
০৭| বিনা যত্নে উৎপন্ন হয় যা”এক কথায়?
উত্তর→অযত্নসম্ভূত
০৮| তালব্য বর্ণ কোনগুলো?
উত্তর→চ,ছ,জ,ঝ(প্রশ্ন অস্পষ্ট)
০৯| মাছের মায়ের পুত্র শোক কী?
উত্তর→মিথ্যা শোক
১০| কোন বানানটি সঠিক?
উত্তর→কনিষ্ঠ
সমাধান→রমজান
১১| মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এখানে দেখাচ্ছে কোন ক্রিয়ার উদাহরণ?
উত্তর→প্রযোজক ক্রিয়ার
১২| “ঢেউ”এর প্রতিশব্দ কী?
উত্তর→ঊর্মি
১৩| “একেই কি বলে সভ্যতা” কার রচনা?
উত্তর→মাইকেল মধুসূদনের
১৪| কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
উত্তর→ইতি
(অব,অতি,পরি সংস্কৃত)
১৫| কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
উত্তর→চালবাজ(ফারসি বাজ প্রত্যয়)
(কলমবাজ,ধান্দাবাজ ধোঁকাবাজ ইত্যাদি)
১৬| নদীটি উত্তরমুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর→দিক অর্থে
১৭| কোনটি সঠিক বানান?
উত্তর→সৌজন্য
(সৌজন্যতা প্রত্যয় জনিত ভুল)
১৮| শুদ্ধ বাক্য কোনটি?
উত্তর→তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
১৯| কোনটি তদ্ভব শব্দ?
উত্তর→চাঁদ—–চন্দ্র>চাঁদ
(চন্দ্র, সূর্য,গগন,ভবন,পবিত্র তৎসম)
২০| কোন বানানটি সঠিক?
উত্তর→রীতিনীতি
সমাধান Md. Ramjan(বি.এ অনার্স বাংলা)