বাংলাদেশ ব্যাংকের AD তে ইংরেজি অংশের গ্রামার একটু কঠিন আসে।
তা-ই IBA(MBA) ও

বাংলাদেশ ব্যাংকের AD-এর বিগত সালের প্রশ্ন দিয়ে খুব সহজে ব্যাখ্যা করে নোটটি সাজানো হয়েছে।যাতে গ্রামার অংশ উত্তর করতে আর সমস্যা না হয় ।আশা রাখছি, এভাবে বিশ্লেষণ করে পড়লে গ্রামার অংশে সমস্যা থাকবে না।চতুর্থ পর্ব শেয়ার করা করে আগামীকাল রাত সাড়ে দশটা(১০:৩০)।সকলের দোয়া,আশীর্বাদ, সহযোগিতা ও অংশগ্রহণ একান্ত কাম্য।

It was——-
a) us who had left before he arrived.
.
b) We who had left before he arrived.
.
c) We who had went before he arrived
.
d) us who had went before he arrived
.
#Easiest_Explanation
.
সব সময় মনে রাখবেন,Be verb( am,is,are,was,were) এর পর সবসময় subjective form হয়। উল্লিখিত,প্রশ্নটিতে Was (be verb) অর্থাৎ,এর পর subjective form বসবে।অপশনগুলিতে A ও D তে us আছে মানে,objective form;তাই চোখ বন্ধ করে অপশন দুটো বাদ। এবার আসি, অপশন C তে, আমরা জানি, have,had-এর পর verb এর past participle form হয়। এখানে দেওয়া আছে went অর্থাৎ, past form;তাই এ অপশনও বাদ।
.
সঠিক উত্তর B
.
When the police arrived, (the criminal have already) escaped
.
a) the criminal has already
.
b) the criminal were already
.
C) the criminal had already
.
d) the criminal already
.
e) the criminal was already
.
#Easiest_Explanation
.
মনে রাখতে হবে,When যুক্ত কোনো sentence-এর প্রথম অংশ past tense হলে, পরবর্তী অংশ অবশ্যই past perfect tense এ হবে।
.
এবার আসুন প্রশ্নটির অপশনগুলো ব্যবচ্ছেদ করি।
অপশন a present perfect তাই বাদ
অপশান B তে were অর্থাৎ, Criminal singular তাই Aauxiliary verb ও singular হবে । সুতরাং, এ অপশনও বাদ।আপনি বলতে পারেন, তাহলে e option right কারণ was singular-এ আছে।অবশ্যই মনে রাখবেন,কোনো বাক্যে was/were -এর পর verb ব্যবহার করলে বাক্যটি হয় past continuous হবে অথবা passive- এ হবে। উল্লিখিত বাক্যটি passive voice হবে না;কারণ criminal নিজেই পালিয়েছে। সুতরাং e option ও বাদ।
.
d option এ কোনো Auxiliary verb নেই;তাই বাদ
.
সঠিক উত্তর C
.
When the police arrived, (the criminal have already) escaped
.
a) the criminal has already
.
b) the criminal were already
.
C) the criminal had already
.
d) the criminal already
.
e) the criminal was already
.
#Easiest_Explanation
.
মনে রাখতে হবে,When যুক্ত কোনো sentence-এর প্রথম অংশ past tense হলে, পরবর্তী অংশ অবশ্যই past perfect tense এ হবে।
.
এবার আসুন প্রশ্নটির অপশনগুলো ব্যবচ্ছেদ করি।
অপশন a present perfect তাই বাদ
অপশান B তে were অর্থাৎ, Criminal singular তাই Aauxiliary verb ও singular হবে । সুতরাং, এ অপশনও বাদ।আপনি বলতে পারেন, তাহলে e option right কারণ was singular-এ আছে।অবশ্যই মনে রাখবেন,কোনো বাক্যে was/were -এর পর verb ব্যবহার করলে বাক্যটি হয় past continuous হবে অথবা passive- এ হবে। উল্লিখিত বাক্যটি passive voice হবে না;কারণ criminal নিজেই পালিয়েছে। সুতরাং e option ও বাদ।
.
d option এ কোনো Auxiliary verb নেই;তাই বাদ
.
সঠিক উত্তর C
.
Was the man——-you think you saw leaving the building wearing a guard’s uniform?
a)Who
b)Whom
c)that
d)which
e)as
.
Ans.Whom(b)
.
# Easiest_Explanation : Sentence টি ভালো করে পড়লে দেখা যাচ্ছে–প্রদত্ত Sentence-এ
Subject the man, অর্থাৎ, দ্বিতীয় বার আর Subjective case বসবে না। মানে,Object form লাগবে। অপশান A তে Who subjective form তাই
বাদ। অপশান B তে Whom, objective form এ আছে। Who-এর Objective form Whom। এটাই
শুদ্ধ।
.
He is not sure——he should buy the new computer now or wait until he receives his next bonus.
a)if
b)that
c)for
d)Whether
e)of
.
Ans.Whether(D)
.
#Easiest_Explanation:
Sentence টি বড় দেখে ভয় পাওয়ার কিছু নেই।এটা খুব সহজ প্রশ্ন—Sentence combination মনে রাখলেই এ প্রশ্নগুলো এক সেকেন্ডেই পারবেন।
Whether……..or
Neither……. nor
Either……… or
Hardly…….. before
No sooner had…..Than
Scarcely………. when
.
পুরো Sentence পড়লে আপনি Or দেখতে পাবেন;সুতরাং উত্তর Whether
.
You certainly Wouldn’t like—–in such bad company
a)to have seen
b)to see
c)to be seen
d)to saw
e) to be seeing
.
Ans.to be seen(c)
.
#Easiest_Explanation:
প্রশ্নটি একটু ট্রিকি খুব ভালো করে বুঝতে হবে। ধরে,নিলাম আপনি গ্রামার পারেন না। তাই অপশান
বর্জনে আসেন– D বাদ কারণ To-এর পর Verb base form হয় Saw হবে না। E বাদ কারণ,See,believe, consider, Feel এগুলো continuous হয় না।তাই বাদ এবার মূল আলোচনায় আসি—sentence টি মূলত Passive form-এ আছে; এখানে মূল কর্তাকে You দ্বারা পরিচিত করানো হয়েছে। মূল কর্তা নিজে কিছু বলছে না। You দ্বারা বলানো হয়েছে। তাই,To be seen হবে। অপশানে,একমাত্র passive form-এ C অপশানটি।

 —Headed by,
 —Ekarash Chowdhury Ekram –
–বিশ্বসাহিত্য কেন্দ্র(আলোর ইশকুল)