আগামী ১২/০১/১৮ তারিখে ৮ ব্যাংকের সিনিয়র অফিসারের প্রিলি এযাবৎ কালের সবচেয়ে বড় ব্যাংক নিয়োগ পরীক্ষা।আর এই নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রিলি।
প্রিলি হল আমার মতে জুয়া খেলার মত।এখানে আপনি একটু অসাবধানতার কারণে সব হারাতে পারেন আবার একটু লোভ সামলাতে পারলে জিতে ফিরতে পারেন।
কী করণীয় এই মুহূর্তে
আপনি বিগত এক্সাম গুলোর প্রশ্ন সমাধান করুন যত পারেন।আপনাকে SOWT(Strength, Opportunity, Weakness and Threat ) analysis করে আগাতে হবে।আপনার শক্তি ও দূর্বলতা খুঁজে বের করেন।
বাংলা :বিগত বিসিএস,ব্যাংকের প্রশ্ন গুলো পড়ে ফেলেন।শব্দ ও বানানের দিকে জোর দিন।মূনীর চৌধুরীর ব্যাকরণ পড়ে ফেলেন।
English: previous question, saifurs vocabulary, gap filling and one word substitution ভালো করে পড়ে ফেলেন।
Math: previous question solve করেন
ICT: easy computer+assurance digest এর ICT part পড়ে ফেলেন।
সাধারণ জ্ঞান :সাম্প্রতিক খুবই ভালো করে পরবেন।এর মধ্যে অর্থনৈতিক সমীক্ষা, BBS এর সাম্প্রতিক তথ্য,বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম ও মুদ্রাও রাজধানী ,বিভিন্ন আন্তর্জাতিক জরিপে বাংলাদেশের অবস্থান খুব ভালো করে পড়বেন।
#হলে_করনীয়
আপনার পারা ৫০-৫৫ টা প্রশ্ন থাকবে।আপনার না পারা থাকবে ৩০-৩৫ টা ১০-২০ টা আপনি confused হবেন a or b মানে ৫০/৫০.না পারা প্রশ্ন দেখে ঘাবড়াবেন না।আপনার প্রথম টার্গেট ঐ ৫০/৫৫ টা যা আপনি confirmed পারবেন।৩০টা বাদ যাক অসুবিধা নাই।এই এক্সামে অনেক candidates রাখবে। আপনি ৪৫ পেয়েও টিকে যেতে পারেন।So be careful. শুধু পারা প্রশ্ন গুলো ঠিক মত দিয়ে আসার চেষ্টা করবেন।ইনশাআল্লাহ আপনি সফল হবেন।
Courtesy ///////////////////
মোহাম্মদ নাজমুল হাসান
সিনিয়র অফিসার
বাংলাদেশ কৃষি ব্যাংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *